পাবনা প্রতিনিধি
পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে পাবনায় দুলাল খাঁ নামে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে গত রোববার রাতে সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে।
আহত জামায়াত নেতা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামের মৃত ওসমান খাঁর ছেলে এবং গয়েশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে মারধর পাবনায় এ রকম একটি ঘটনার কথা আমরা জানি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুলাল খাঁ যিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন, আমরা তাঁকে মামলা করতে বলেছি। তিনি আইনি সহযোগিতা চাইলে তাঁকে অবশ্যই সহযোগিতা করা হবে।’
পুলিশ সুপার আকবর আলী মুনসী আরও বলেন ‘এ ঘটনার সঙ্গে কারা জড়িত, পুলিশ পরিচয় দিয়ে কেন তারা এমন ঘটনা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে সব খুঁজে বের করা হবে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যা যা করণীয় সব করা হবে। কেউ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাদের আইনের আওতায় আনা হবে।’
ভুক্তভোগীর চাচাতো ভাই এইচ এম আলহাজ্ব খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দুলাল খাঁ তাঁর ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে সাত থেকে আটজন মুখোশধারী লোক ঘরের দরজায় পুলিশ পরিচয়ে দিয়ে ধাক্কাধাক্কি করে। দরজা খুলতেই তারা ঘরের লাইট নিভিয়ে দেয় এবং তাঁর স্ত্রীর সামনেই দুলাল খাঁকে ঘুম থেকে তুলে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এরপর বাড়ি থেকে তিন শ গজ দূরে ফাঁকা স্থানে নিয়ে চাপাতি (চাপ্পড়) দিয়ে কুপিয়ে তাঁর ডান পায়ের গোড়ালিসহ হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের নিচতলায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।’
হাসপাতাল থেকে দুলাল খাঁ মোবাইল ফোনে আজকের পত্রিকা বলেন, ‘আমাকে ঘুম থেকে ডেকে তুলে প্রথমেই প্রশ্ন করে ‘তুই মিছিল করিস, তোর ক্ষমা নেই।’ এই বলে বাড়ির বাইরে নিয়ে আমাকে এলোপাতাড়ি কোপায়। আমার কোনো কথা শোনেনি তারা। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার বাম হাতে ও দুই পায়ের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।’
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে এভাবে হামলা চালিয়ে আন্দোলনকে থামানো যাবে না। এ বিষয়ে তিনি তদন্তপূর্বক দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে পাবনায় দুলাল খাঁ নামে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে গত রোববার রাতে সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে।
আহত জামায়াত নেতা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামের মৃত ওসমান খাঁর ছেলে এবং গয়েশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে মারধর পাবনায় এ রকম একটি ঘটনার কথা আমরা জানি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুলাল খাঁ যিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন, আমরা তাঁকে মামলা করতে বলেছি। তিনি আইনি সহযোগিতা চাইলে তাঁকে অবশ্যই সহযোগিতা করা হবে।’
পুলিশ সুপার আকবর আলী মুনসী আরও বলেন ‘এ ঘটনার সঙ্গে কারা জড়িত, পুলিশ পরিচয় দিয়ে কেন তারা এমন ঘটনা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে সব খুঁজে বের করা হবে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যা যা করণীয় সব করা হবে। কেউ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাদের আইনের আওতায় আনা হবে।’
ভুক্তভোগীর চাচাতো ভাই এইচ এম আলহাজ্ব খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দুলাল খাঁ তাঁর ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে সাত থেকে আটজন মুখোশধারী লোক ঘরের দরজায় পুলিশ পরিচয়ে দিয়ে ধাক্কাধাক্কি করে। দরজা খুলতেই তারা ঘরের লাইট নিভিয়ে দেয় এবং তাঁর স্ত্রীর সামনেই দুলাল খাঁকে ঘুম থেকে তুলে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এরপর বাড়ি থেকে তিন শ গজ দূরে ফাঁকা স্থানে নিয়ে চাপাতি (চাপ্পড়) দিয়ে কুপিয়ে তাঁর ডান পায়ের গোড়ালিসহ হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের নিচতলায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।’
হাসপাতাল থেকে দুলাল খাঁ মোবাইল ফোনে আজকের পত্রিকা বলেন, ‘আমাকে ঘুম থেকে ডেকে তুলে প্রথমেই প্রশ্ন করে ‘তুই মিছিল করিস, তোর ক্ষমা নেই।’ এই বলে বাড়ির বাইরে নিয়ে আমাকে এলোপাতাড়ি কোপায়। আমার কোনো কথা শোনেনি তারা। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার বাম হাতে ও দুই পায়ের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।’
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে এভাবে হামলা চালিয়ে আন্দোলনকে থামানো যাবে না। এ বিষয়ে তিনি তদন্তপূর্বক দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১০ ঘণ্টা আগে