লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ও যুবলীগের কর্মী পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার গোপালপুর বাজার বটতলার উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শনিবার রাত পৌনে ৯টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আজিমনগর স্টেশন থেকে গোপালপুর বাজার বটতলার পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপি অফিস থেকে তাঁদের গালিগালাজ করা হয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অফিসের সামনে রুখে দাঁড়ালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং হট্টগোল শুরু হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ মিছিল করেন। এ সময় যুবলীগের কর্মী নেওয়াজ শরীফ বিকি আহত হন।
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীবসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অফিস তল্লাশি করে বাঁশের লাঠি, গেটের সামনে থেকে একটি ব্যাগে থাকা পাঁচটি ককটেল ও দুটি পেট্রোলবোমা এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেন।’
এ বিষয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘শনিবার রাতে আওয়ামী লীগের লোকজন বিএনপির অফিসে গিয়ে চড়াও হয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তারা নিজেরা পেট্রোলবোমা ও ককটেল অফিসের সামনে রেখে বিএনপিকে দোষারোপ করছে। এর আগে গত ১৫ নভেম্বর রাতে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন।’
গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্যই বিএনপির সন্ত্রাসীরা তাঁদের কার্যালয় পেট্রোলবোমা ও ককটেল জমা করে রেখেছিল। পুলিশ এসে তা উদ্ধার করেছে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে অস্থির পরিবেশ সৃষ্টির জন্যই বিএনপির সন্ত্রাসীরা এমনটা করছে।’
বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘শনিবার রাতে পুলিশ সঙ্গে নিয়ে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি অফিসের সামনে বিস্ফোরণ ঘটিয়েছে। তারা নিজেরা অফিসের সামনে পেট্রোল বোমা ও ককটেল রেখে বিএনপির ওপর অভিযোগ এনে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর সম্মেলন বাধাগ্রস্তের চেষ্টা করছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় পুলিশ ও যুবলীগের কর্মী নেওয়াজ শরীফ বিকি বাদী হয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।’
নাটোরের লালপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ও যুবলীগের কর্মী পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার গোপালপুর বাজার বটতলার উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শনিবার রাত পৌনে ৯টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আজিমনগর স্টেশন থেকে গোপালপুর বাজার বটতলার পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপি অফিস থেকে তাঁদের গালিগালাজ করা হয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অফিসের সামনে রুখে দাঁড়ালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং হট্টগোল শুরু হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ মিছিল করেন। এ সময় যুবলীগের কর্মী নেওয়াজ শরীফ বিকি আহত হন।
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীবসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অফিস তল্লাশি করে বাঁশের লাঠি, গেটের সামনে থেকে একটি ব্যাগে থাকা পাঁচটি ককটেল ও দুটি পেট্রোলবোমা এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেন।’
এ বিষয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘শনিবার রাতে আওয়ামী লীগের লোকজন বিএনপির অফিসে গিয়ে চড়াও হয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তারা নিজেরা পেট্রোলবোমা ও ককটেল অফিসের সামনে রেখে বিএনপিকে দোষারোপ করছে। এর আগে গত ১৫ নভেম্বর রাতে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন।’
গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্যই বিএনপির সন্ত্রাসীরা তাঁদের কার্যালয় পেট্রোলবোমা ও ককটেল জমা করে রেখেছিল। পুলিশ এসে তা উদ্ধার করেছে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে অস্থির পরিবেশ সৃষ্টির জন্যই বিএনপির সন্ত্রাসীরা এমনটা করছে।’
বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘শনিবার রাতে পুলিশ সঙ্গে নিয়ে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি অফিসের সামনে বিস্ফোরণ ঘটিয়েছে। তারা নিজেরা অফিসের সামনে পেট্রোল বোমা ও ককটেল রেখে বিএনপির ওপর অভিযোগ এনে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর সম্মেলন বাধাগ্রস্তের চেষ্টা করছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় পুলিশ ও যুবলীগের কর্মী নেওয়াজ শরীফ বিকি বাদী হয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
৫ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে