বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এই মামলা দুটি করা হয়। এই মামলায় শাওন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শাওন হোসেন উপজেলার জোতকাদিরপুর গ্রামের খোস মোহাম্মদ খসুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকেরা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চের সামনে “আক্কাছ ভাই আক্কাছ ভাই” বলে স্লোগান দিতে থাকেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সমর্থকেরা। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা করেছেন।
অপরদিকে বাঘা থানার পুলিশ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। এই দুটি মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীকে প্রধান আসামি করা হয়েছে।
আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ ২৮ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। এ সময় ১৫-২০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সম্মেলনে বিনা উসকানিতে চলমান সমাবেশে প্রবেশ করে আক্কাস আলী ও তাঁর লোকজন হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সামনে অনেক নেতা-কর্মীকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় মামলা দায়ের করেছি।’
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্মেলনস্থলে নেতা-কর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে মঞ্চের সামনে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন বাধা দেয় এবং আমাকে অসম্মান করে।। এতে একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমিও আইনি ব্যবস্থা নেব।’
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও আশরাফুল ইসলাম বাবুল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার শাওনকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এই মামলা দুটি করা হয়। এই মামলায় শাওন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শাওন হোসেন উপজেলার জোতকাদিরপুর গ্রামের খোস মোহাম্মদ খসুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকেরা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চের সামনে “আক্কাছ ভাই আক্কাছ ভাই” বলে স্লোগান দিতে থাকেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সমর্থকেরা। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা করেছেন।
অপরদিকে বাঘা থানার পুলিশ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। এই দুটি মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীকে প্রধান আসামি করা হয়েছে।
আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ ২৮ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। এ সময় ১৫-২০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সম্মেলনে বিনা উসকানিতে চলমান সমাবেশে প্রবেশ করে আক্কাস আলী ও তাঁর লোকজন হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সামনে অনেক নেতা-কর্মীকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় মামলা দায়ের করেছি।’
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্মেলনস্থলে নেতা-কর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে মঞ্চের সামনে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন বাধা দেয় এবং আমাকে অসম্মান করে।। এতে একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমিও আইনি ব্যবস্থা নেব।’
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও আশরাফুল ইসলাম বাবুল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার শাওনকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে