মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় পাচারকারী চক্রের দুই সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে নওগাঁ বিজিবি-১৬ এর একটি দল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারী চক্রের সদস্যরা। পলাতকেরা হলেন, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামের ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদের।
অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ বিজিবি-১৬ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি ও মান্দার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি। এ সময় মান্দা থানার উপপরিদর্শক ফজলে এলাহী তাঁদের সঙ্গে ছিলেন। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন ১৬৬ কেজি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে কষ্টি পাথরের দুটি মূর্তি পাচারের উদ্দেশ্যে ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদেরের বাড়িতে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইব্রাহীম হোসেনের রান্নাঘর থেকে ১১০ কেজি ও কাদেরের বাড়ি থেকে ৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের দুটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মূর্তি উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা করেনি বিজিবি।
নওগাঁর মান্দায় পাচারকারী চক্রের দুই সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে নওগাঁ বিজিবি-১৬ এর একটি দল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারী চক্রের সদস্যরা। পলাতকেরা হলেন, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামের ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদের।
অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ বিজিবি-১৬ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি ও মান্দার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি। এ সময় মান্দা থানার উপপরিদর্শক ফজলে এলাহী তাঁদের সঙ্গে ছিলেন। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন ১৬৬ কেজি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে কষ্টি পাথরের দুটি মূর্তি পাচারের উদ্দেশ্যে ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদেরের বাড়িতে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইব্রাহীম হোসেনের রান্নাঘর থেকে ১১০ কেজি ও কাদেরের বাড়ি থেকে ৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের দুটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মূর্তি উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা করেনি বিজিবি।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
১০ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
১৪ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১৭ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২৮ মিনিট আগে