নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধের চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে কর্তব্যরত সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশ রেলওয়েকে ট্রেন চলাচলের বিষয়ে সবুজ সংকেত দেন। সাড়ে ৪টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনগুলো ছাড়তে শুরু করে।
কমলাপুর স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, আজ প্রতিটি আন্তনগর ট্রেন ৩ থেকে ৫ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে গেছে। লোকাল ও কমিউটার ট্রেনগুলোর ক্ষেত্রে বিলম্ব একটু বেশি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স পাওয়ার পরেই বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেনটি বেলা ১টা ৪৩ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
দুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে। এরপর একে একে বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিল্ক সিটি ও কালনী এক্সপ্রেস ট্রেনগুলো ছেড়ে যায়।
শিডিউল বিপর্যয়ে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী আটকে পড়েন। দুই স্টেশনে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, নিতান্ত নিরুপায় অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় কমলাপুরে বসে ছিলেন দিনভর। আবার অনেকে স্টেশনের পাশেই বাস কাউন্টারে যোগাযোগ করেছেন। কেউ বাড়ি ফিরে গেছেন।
কমলাপুরে শিডিউল বিপর্যয় হলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি বলে জানান আনোয়ার হোসেন।
এদিকে ট্রেনে শিক্ষার্থীদের ইট–পাটকেল নিক্ষেপের ফলে জানালার কাচ ভেঙে যাত্রী আহত হওয়ার বিষয়ে রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, মহাখালীতে রেলে হামলার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ এখনই কোনো মামলা করবে না।
আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় চলে আসে। দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী থেকে ঢাকার দিকে আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস ট্রেনটি তারা আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন ট্রেনে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ট্রেনটি গতি কমিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তনগর ট্রেন আটকে যায়। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকে ছিল।
মহাখালীর আমতলী ও আরজতপাড়া রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরে থেকে কয়েকটি বাস বাড্ডা, গুলশান ঘুরে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আসে। তবে মহাখালী থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। এতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের কয়েকটি জেলার যাত্রীরা বিপাকে পড়েন। মহাখালী উড়ালসড়ক এবং নিচের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সচল ছিল।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা কাজী মাসুদ আজ সন্ধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যেকোনো ইস্যুতে যেকোনো অছিলা তুলে বাসের রুট বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা যে কী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সেটি অবরোধকারীরা বুঝতে চান না। এমন ঘটনায় বাস চালাতে না পেরে বাস মালিক ও শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়। এসব ঘটনায় শ্রমিকেরা ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছেন।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধের চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে কর্তব্যরত সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশ রেলওয়েকে ট্রেন চলাচলের বিষয়ে সবুজ সংকেত দেন। সাড়ে ৪টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনগুলো ছাড়তে শুরু করে।
কমলাপুর স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, আজ প্রতিটি আন্তনগর ট্রেন ৩ থেকে ৫ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে গেছে। লোকাল ও কমিউটার ট্রেনগুলোর ক্ষেত্রে বিলম্ব একটু বেশি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স পাওয়ার পরেই বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেনটি বেলা ১টা ৪৩ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
দুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে। এরপর একে একে বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিল্ক সিটি ও কালনী এক্সপ্রেস ট্রেনগুলো ছেড়ে যায়।
শিডিউল বিপর্যয়ে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী আটকে পড়েন। দুই স্টেশনে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, নিতান্ত নিরুপায় অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় কমলাপুরে বসে ছিলেন দিনভর। আবার অনেকে স্টেশনের পাশেই বাস কাউন্টারে যোগাযোগ করেছেন। কেউ বাড়ি ফিরে গেছেন।
কমলাপুরে শিডিউল বিপর্যয় হলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি বলে জানান আনোয়ার হোসেন।
এদিকে ট্রেনে শিক্ষার্থীদের ইট–পাটকেল নিক্ষেপের ফলে জানালার কাচ ভেঙে যাত্রী আহত হওয়ার বিষয়ে রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, মহাখালীতে রেলে হামলার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ এখনই কোনো মামলা করবে না।
আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় চলে আসে। দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী থেকে ঢাকার দিকে আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস ট্রেনটি তারা আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন ট্রেনে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ট্রেনটি গতি কমিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তনগর ট্রেন আটকে যায়। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকে ছিল।
মহাখালীর আমতলী ও আরজতপাড়া রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরে থেকে কয়েকটি বাস বাড্ডা, গুলশান ঘুরে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আসে। তবে মহাখালী থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। এতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের কয়েকটি জেলার যাত্রীরা বিপাকে পড়েন। মহাখালী উড়ালসড়ক এবং নিচের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সচল ছিল।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা কাজী মাসুদ আজ সন্ধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যেকোনো ইস্যুতে যেকোনো অছিলা তুলে বাসের রুট বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা যে কী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সেটি অবরোধকারীরা বুঝতে চান না। এমন ঘটনায় বাস চালাতে না পেরে বাস মালিক ও শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়। এসব ঘটনায় শ্রমিকেরা ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছেন।
চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার নগরীর ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
১৯ মিনিট আগেদাম্পত্য কলহ দূর, মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, গর্ভধারণে সক্ষমতার ব্যবস্থা করা, প্যারালাইসিস রোগের উপশমসহ বিভিন্ন রোগের চিকিৎসার ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের...
২৭ মিনিট আগেসরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানী মহাখালীতে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা নোয়াখালী থেকে কমলাপুরের পথে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়লে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। রক্তাক্ত জখম হন শিশুসহ কয়েকজন যাত্রী।
৪০ মিনিট আগেভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জড়িত আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে