চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরি সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে বুকে পা চাপা দিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে ওই যুবক বলছেন, তিনি বাইসাইকেল চুরি করেননি। আর ইউপি চেয়ারম্যানের দাবি, সাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছেন তিনি।
এ অভিযোগ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে। গত রোববার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এরপর সে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শহিদুল জানান, রোববার বিকেলে চরবাগডাঙ্গা বাজারে ধাক্কা লেগে একটি বাইসাইকেল পড়ে যায়। সে সাইকেলটি তুলতে যায়। এ সময় চোর সন্দেহে মারধর শুরু করে এলাকাবাসী। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা টিপু তাকে ধরে নিয়ে অনেক মারধর করে। এর আগেও চোর সন্দেহে কয়েকজনকে টর্চার সেলে নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রথম একসঙ্গে ২৫ জন তাঁর হাতে মার খেয়েছি। এটা তো আইনের আওতায় পড়ে না। উনি কেন শাস্তি দিবেন।’
টর্চার সেলের বিষয়টি স্বীকার করে বাইসাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই তিনি যুবককে শাস্তি দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চেয়ারম্যান বলেন, ‘শত জনগণের মাঝ থেকে তাদের বুঝ দেওয়ার জন্য আমি তাকে নিয়ে আসি। আমি কি তাকে দুইটা বাড়ি মারতে পারি না? এটা কি আমার অধিকার নাই? আর এটা টর্চার সেল হবে কেন? সরকারের নীতিমালা অনুযায়ী সরকার টর্চার সেল করেছে।’
স্থানীয় প্রশাসন বলছে, অভিযোগ পেলে সত্যতা খতিয়ে দেখা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, ‘যদি অভিযোগ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাইলে আমরা আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি দেখব।’
চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরি সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে বুকে পা চাপা দিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে ওই যুবক বলছেন, তিনি বাইসাইকেল চুরি করেননি। আর ইউপি চেয়ারম্যানের দাবি, সাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছেন তিনি।
এ অভিযোগ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে। গত রোববার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এরপর সে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শহিদুল জানান, রোববার বিকেলে চরবাগডাঙ্গা বাজারে ধাক্কা লেগে একটি বাইসাইকেল পড়ে যায়। সে সাইকেলটি তুলতে যায়। এ সময় চোর সন্দেহে মারধর শুরু করে এলাকাবাসী। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা টিপু তাকে ধরে নিয়ে অনেক মারধর করে। এর আগেও চোর সন্দেহে কয়েকজনকে টর্চার সেলে নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রথম একসঙ্গে ২৫ জন তাঁর হাতে মার খেয়েছি। এটা তো আইনের আওতায় পড়ে না। উনি কেন শাস্তি দিবেন।’
টর্চার সেলের বিষয়টি স্বীকার করে বাইসাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই তিনি যুবককে শাস্তি দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চেয়ারম্যান বলেন, ‘শত জনগণের মাঝ থেকে তাদের বুঝ দেওয়ার জন্য আমি তাকে নিয়ে আসি। আমি কি তাকে দুইটা বাড়ি মারতে পারি না? এটা কি আমার অধিকার নাই? আর এটা টর্চার সেল হবে কেন? সরকারের নীতিমালা অনুযায়ী সরকার টর্চার সেল করেছে।’
স্থানীয় প্রশাসন বলছে, অভিযোগ পেলে সত্যতা খতিয়ে দেখা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, ‘যদি অভিযোগ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাইলে আমরা আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি দেখব।’
মদপানে নড়াইলের নড়াগাতি মালোপাড়ায় পূজা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর মৃত্যু হলেও আজ (বুধবার) খবরটি জানাজানি হয়।
৪ মিনিট আগেচট্টগ্রামে মো. নয়ন (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামি আদালতের হাজতখানায় ধারালো বস্তু দিয়ে হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে মহানগর কোর্ট হাজতখানায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর কোনো আঘাত না পাওয়ায় ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেকক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৬ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে