৭২ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত শিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১২: ২০

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিব আনজুমের লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ৭২ দিন পর কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার সকাল ৮টায় নগরের টিকাপাড়া কবরস্থান থেকে তাঁর লাশ তোলা হয়। এরপর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। 

কবর থেকে সাকিব আনজুমের লাশ উত্তোলনের সময় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ৫ আগস্ট নিহত হন সাকিব আনজুম। সেদিন পুলিশ ও চিকিৎসক না পাওয়ার কারণে সাকিব আনজুমের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। সে কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশ কবর থেকে তুলতে আদালতে আবেদন করা হয়। পরে আদালতনির্দেশ দিলে লাশ কবর থেকে তোলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাকিব আনজুমের লাশ কবর থেকে তোলা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাতিনি জানান, আজ বুধবারই ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর একই স্থানে লাশ দাফন করা হবে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের কিছুক্ষণ আগে রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় নগরের শাহমুখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হন সাকিব। তাঁকে ছুরিকাঘাতও করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য শিক্ষার্থী সাকিব আনজুমের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকানিহত সাকিবের বাড়ি নগরের রাণীনগর এলাকায়। তিনি বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় গত ২৩ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখ এবং ৩৪২ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের বাবা মাইনুল হক। শুরুতে বোয়ালিয়া থানার পুলিশ মামলার তদন্ত করলেও পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত