মান্দায় জামায়াত–শিবিরের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬: ৩৪

নওগাঁর মান্দায় জামায়াত–শিবিরের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টার অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন–উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন (৫২), মাসুদ রানা (২৬), মাইনুল ইসলাম (৫৫), মাছুম বিল্লাহ্ (৩০), সামসুল আলম (৫৯), হোসাইন ইসলাম দুখু (২৬), তহিদুল ইসলাম (৫৬), আজম উদ্দিন (৫৬), মো. আলাউদ্দিন (৩৫), আফজাল হোসেন (৪৮), আব্দুস সালাম (৩৫), আব্দুস সালাম (৪৬), রেজাউল ইসলাম (৩৮), গুলবর রহমান (৩৬) ও উজ্জল হোসেন (৪০)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে গোপন বৈঠকে জামায়াত শিবিরের নেতা–কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।’

ওসি আরও বলেন, ‘ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত