নওগাঁয় ‘খাদ্যের বিষক্রিয়ায়’ দুই বোনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৯: ৫৬

নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে খাদ্যের বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে শিশু দুটির মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলো খাদিজা (৬) ও আট মাস বয়সের তাবাসসুম। তাঁরা দোগাছী স্কুলপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। 

নিহত শিশুদের চাচা শাহজাহান হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলের দিকে আমার ভাতিজি খাদিজা অপর ভাতিজি তাবাসসুমকে নিয়ে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা ক্রমাগত বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, বিস্কুট খাওয়ার পর একই গ্রামের মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মইন দোগাছী গ্রামের পাইলট হোসেনের ছেলে।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে বিষক্রিয়া অবস্থায় ভর্তি করানো হলে পরে সেও মারা যায়। ধারণা করছি, ওই শিশু দুটি খাদ্যের বিষক্রিয়ায় মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা দেখে তা-ই মনে হয়েছে।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিস্কুট খেয়ে খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত