নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল ইসলাম। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এবার তাঁর সঙ্গে নির্বাচনে কেউ প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে আবারও কাউন্সিলর হতে যাচ্ছেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। তবে এখনই তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে না।
দেলোয়ার হোসেন বলেন, রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁকে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন বলে শুনেছি।’
রবিউল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।’
প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল ইসলাম। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এবার তাঁর সঙ্গে নির্বাচনে কেউ প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে আবারও কাউন্সিলর হতে যাচ্ছেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। তবে এখনই তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে না।
দেলোয়ার হোসেন বলেন, রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁকে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন বলে শুনেছি।’
রবিউল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।’
প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৩ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে