চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
পুরো জেলার মতো রাজশাহীর চারঘাট উপজেলায়ও ঘনঘন বিদ্যুৎবিভ্রাটের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমেও ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ স্থানীয়দের।
অতিমাত্রার এই বিদ্যুৎবিভ্রাট থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেছে এখানকার মানুষ। তবে উপজেলায় বিদ্যুতের ঘনঘন বিভ্রাটের কারণ হিসেবে প্রতিদিন বিদ্যুৎ কম বরাদ্দ পাওয়াকে দায়ী করছে উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরে আগের চেয়েও দ্বিগুণ বিদ্যুতের বিভ্রাট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলাবাসী। বিদ্যুৎবিভ্রাটের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এ ছাড়া মুরগি ও গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর চারঘাট জোনাল অফিস সূত্রে জানা যায়, চারঘাটে বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৬৫ হাজার। প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ১৬ মেগাওয়াট। কিন্তু বর্তমানে প্রতিদিন বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৭-৮ মেগাওয়াট। এ জন্যই বিদ্যুৎবিভ্রাটের সৃষ্টি হয়েছে।
উপজেলার ফটোকপি ও স্টেশনারি সামগ্রীর ব্যবসায়ী সজীব ইসলাম জানান, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। কিছুক্ষণের জন্য এলেও আবার চলে যায়। বিদ্যুৎ না থাকায় দোকানের ফটোকপি ও টাইপিং ব্যবসা বন্ধের পথে।
উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘মাত্রাতিরিক্ত বিদ্যুৎবিভ্রাটে এই উপজেলার বাসিন্দারা চরম ক্ষুব্ধ। মাসে মাসে বিল পরিশোধ করেও কেন আমাদের এত দুর্ভোগ পোহাতে হবে? এর জন্য কারা দায়ী? বিদ্যুতের লুকোচুরি খেলায় আমাদের সন্তানেরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে প্রায় ৬০০ মুরগি মারা গেছে।’
উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা অটো চার্জার গাড়ির চালক সান্টু আলী জানান, বিদ্যুৎ একবার গেলে আর আসার খবর থাকে না। এখন তো সেচপাম্প নেই, তাহলে বিদ্যুতের এমন করুণ অবস্থা কেন? গাড়ি চার্জ না হওয়ার কারণে রাস্তায় ভাড়া মারতে বের হতে পারছি না। বিদ্যুতের সমস্যায় বেকার হয়ে পড়েছি।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার সরকার বলেন, ‘আমাদের প্রতিদিনের বিদ্যুতের যা চাহিদা, তার মাত্র ৪০-৫০ শতাংশ বরাদ্দ পাচ্ছি। এ ন্য বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। জনগণের ভোগান্তি আমরা বুঝতে পারছি। কিন্তু কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটা বলতে পারছি না।’
পুরো জেলার মতো রাজশাহীর চারঘাট উপজেলায়ও ঘনঘন বিদ্যুৎবিভ্রাটের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমেও ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ স্থানীয়দের।
অতিমাত্রার এই বিদ্যুৎবিভ্রাট থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেছে এখানকার মানুষ। তবে উপজেলায় বিদ্যুতের ঘনঘন বিভ্রাটের কারণ হিসেবে প্রতিদিন বিদ্যুৎ কম বরাদ্দ পাওয়াকে দায়ী করছে উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরে আগের চেয়েও দ্বিগুণ বিদ্যুতের বিভ্রাট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলাবাসী। বিদ্যুৎবিভ্রাটের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এ ছাড়া মুরগি ও গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর চারঘাট জোনাল অফিস সূত্রে জানা যায়, চারঘাটে বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৬৫ হাজার। প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ১৬ মেগাওয়াট। কিন্তু বর্তমানে প্রতিদিন বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৭-৮ মেগাওয়াট। এ জন্যই বিদ্যুৎবিভ্রাটের সৃষ্টি হয়েছে।
উপজেলার ফটোকপি ও স্টেশনারি সামগ্রীর ব্যবসায়ী সজীব ইসলাম জানান, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। কিছুক্ষণের জন্য এলেও আবার চলে যায়। বিদ্যুৎ না থাকায় দোকানের ফটোকপি ও টাইপিং ব্যবসা বন্ধের পথে।
উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘মাত্রাতিরিক্ত বিদ্যুৎবিভ্রাটে এই উপজেলার বাসিন্দারা চরম ক্ষুব্ধ। মাসে মাসে বিল পরিশোধ করেও কেন আমাদের এত দুর্ভোগ পোহাতে হবে? এর জন্য কারা দায়ী? বিদ্যুতের লুকোচুরি খেলায় আমাদের সন্তানেরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে প্রায় ৬০০ মুরগি মারা গেছে।’
উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা অটো চার্জার গাড়ির চালক সান্টু আলী জানান, বিদ্যুৎ একবার গেলে আর আসার খবর থাকে না। এখন তো সেচপাম্প নেই, তাহলে বিদ্যুতের এমন করুণ অবস্থা কেন? গাড়ি চার্জ না হওয়ার কারণে রাস্তায় ভাড়া মারতে বের হতে পারছি না। বিদ্যুতের সমস্যায় বেকার হয়ে পড়েছি।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার সরকার বলেন, ‘আমাদের প্রতিদিনের বিদ্যুতের যা চাহিদা, তার মাত্র ৪০-৫০ শতাংশ বরাদ্দ পাচ্ছি। এ ন্য বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। জনগণের ভোগান্তি আমরা বুঝতে পারছি। কিন্তু কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটা বলতে পারছি না।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪৩ মিনিট আগে