নাজমুল হাসান সাগর, রাজশাহী থেকে
পরিচ্ছন্ন রাজশাহী নগরী আজ সকালের রোদে যেন আরও উজ্জ্বল হয়েছে। দেশের পরিচ্ছন্নতম এই শহর প্রথম সকাল থেকেই ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগমনী শুভেচ্ছা জানিয়ে দেওয়া হচ্ছে ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানও।
নগরীর আমচত্বর, রেলগেট, সিঅ্যান্ডবি, ঘোষপাড়া, মেডিকেল মোড় ও লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিস মোড়সহ মাদ্রাসা মাঠ এলাকায় এসব স্লোগানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে বারবার। ছোট-বড় সব মিছিলের গন্তব্য মাদ্রাসা মাঠের সমাবেশস্থল। তাই সবাই এসে জড়ো হচ্ছেন এই মাঠের বিভিন্ন প্রবেশমুখে, যেখানে আর কয়েক ঘণ্টা পরই জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনককে ঘিরেই এত আয়োজন এতে কোনো সন্দেহ নেই। তবে সকাল ১০টার আগে সমাবেশস্থলে প্রবেশের অনুমতি ছিল না। ভেতরে প্রবেশে অনুমতি মেলার কয়েক মিনিটের মধ্যে ভরে গেল মাঠ।
বেলা ১১টা বাজতেই মাদ্রাসার মাঠ এবং এই এলাকার আশপাশের সড়কগুলোতে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন সাংস্কৃতিক কর্মীরা।
সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি শারদায় ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠান শেষ করেই দুপুর ২টায় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে রাজশাহী মাদ্রাসা মাঠে আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী কয়েক জেলা ও উপজেলা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ একেবারেই সাধারণ মানুষ মাঠে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। কথা হয় তাঁদের সঙ্গে।
প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা আছে কি?
জবাবে নগরীর উপশহর থেকে আসা মধ্যবয়সী জাহানারা বেগম বলেন, ‘বর্তমানে সারা দেশেই শিক্ষিত বেকার বাড়ছে। রাজশাহী অঞ্চলে এর সংখ্যা বেশি। সবার জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা তো অনেক কঠিন কাজ। রাজশাহীতে তৈরি পোশাক কারখানাসহ অন্যান্য কলকারখানা অনেক কম। তাই আমাদের এখানে যদি বিভিন্ন কলকারখানা করে কর্মক্ষেত্র বাড়িয়ে যুবকদের কাজের ব্যবস্থা করা যায়। তাহলে আমরা বেশি উপকৃত হব। প্রধানমন্ত্রীর কাছে এই দাবিতে থাকবে আমাদের।’
মোহনপুর থেকে এসেছেন স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য বাবুল হোসেন। তাঁর ভাষ্য—রাজশাহী নগরী যতটা সাজানো-গোছানো ও আধুনিক সুবিধাসম্পন্ন, তাঁর ঠিক উল্টো চিত্র মোহনপুর থানা এলাকায়। মহাসড়কের পাশে হলেও এই এলাকায় যোগাযোগব্যবস্থা তুলনামূলক খারাপ। এখানে কিছু রাস্তা ও কালভার্ট দরকার।
এসব উল্লেখ করে বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মোহনপুর এলাকাবাসী কিছু পাকা রাস্তা, ভাঙাচোরা রাস্তার সংস্কার ও কয়েকটি কালভার্ট চাই। আশা করি আমাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরবেন।’
‘প্রান্তিক জনগোষ্ঠী’ নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশে এসেছেন দুই শতাধিক নারী। এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই অঞ্চলের নারীদের কর্মমুখী শিক্ষা দরকার। স্বনির্ভর নারী সমাজ গড়ে তুলতে নানা প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণের পরে নিজেদের মতো করে কিছু করতে দরকার আর্থিক সহায়তা। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর কামনা করছি।’
সমাবেশ ঘিরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের হাজারের অধিক নেতা-কর্মী। আজকের পত্রিকার কথা হয় তাঁদের সঙ্গেও। বেশ কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজশাহী নগরসহ আশপাশের জেলা ও থানাগুলোতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কমিটি হয় না বছরের পর বছর। কোথাও তো এক কমিটি যুগ পার করে দিয়েছে। সবার প্রত্যাশা দলীয় প্রধান এবার এসব দেখবেন, শুনবেন এবং ব্যবস্থা নেবেন।’
অয়ন আহমেদ নামে শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য বলেন, ‘আমরা নতুন নেতৃত্ব চাই। সময় বদলে যাচ্ছে, রাজনীতিতে এখন নতুন মাথা দরকার। বছরের পর বছর বিভিন্ন ইউনিটে একই কমিটি থাকায় অনেকেই হতাশ হয়ে যাচ্ছে।’
পরিচ্ছন্ন রাজশাহী নগরী আজ সকালের রোদে যেন আরও উজ্জ্বল হয়েছে। দেশের পরিচ্ছন্নতম এই শহর প্রথম সকাল থেকেই ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগমনী শুভেচ্ছা জানিয়ে দেওয়া হচ্ছে ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানও।
নগরীর আমচত্বর, রেলগেট, সিঅ্যান্ডবি, ঘোষপাড়া, মেডিকেল মোড় ও লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিস মোড়সহ মাদ্রাসা মাঠ এলাকায় এসব স্লোগানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে বারবার। ছোট-বড় সব মিছিলের গন্তব্য মাদ্রাসা মাঠের সমাবেশস্থল। তাই সবাই এসে জড়ো হচ্ছেন এই মাঠের বিভিন্ন প্রবেশমুখে, যেখানে আর কয়েক ঘণ্টা পরই জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনককে ঘিরেই এত আয়োজন এতে কোনো সন্দেহ নেই। তবে সকাল ১০টার আগে সমাবেশস্থলে প্রবেশের অনুমতি ছিল না। ভেতরে প্রবেশে অনুমতি মেলার কয়েক মিনিটের মধ্যে ভরে গেল মাঠ।
বেলা ১১টা বাজতেই মাদ্রাসার মাঠ এবং এই এলাকার আশপাশের সড়কগুলোতে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন সাংস্কৃতিক কর্মীরা।
সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি শারদায় ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠান শেষ করেই দুপুর ২টায় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে রাজশাহী মাদ্রাসা মাঠে আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী কয়েক জেলা ও উপজেলা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ একেবারেই সাধারণ মানুষ মাঠে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। কথা হয় তাঁদের সঙ্গে।
প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা আছে কি?
জবাবে নগরীর উপশহর থেকে আসা মধ্যবয়সী জাহানারা বেগম বলেন, ‘বর্তমানে সারা দেশেই শিক্ষিত বেকার বাড়ছে। রাজশাহী অঞ্চলে এর সংখ্যা বেশি। সবার জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা তো অনেক কঠিন কাজ। রাজশাহীতে তৈরি পোশাক কারখানাসহ অন্যান্য কলকারখানা অনেক কম। তাই আমাদের এখানে যদি বিভিন্ন কলকারখানা করে কর্মক্ষেত্র বাড়িয়ে যুবকদের কাজের ব্যবস্থা করা যায়। তাহলে আমরা বেশি উপকৃত হব। প্রধানমন্ত্রীর কাছে এই দাবিতে থাকবে আমাদের।’
মোহনপুর থেকে এসেছেন স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য বাবুল হোসেন। তাঁর ভাষ্য—রাজশাহী নগরী যতটা সাজানো-গোছানো ও আধুনিক সুবিধাসম্পন্ন, তাঁর ঠিক উল্টো চিত্র মোহনপুর থানা এলাকায়। মহাসড়কের পাশে হলেও এই এলাকায় যোগাযোগব্যবস্থা তুলনামূলক খারাপ। এখানে কিছু রাস্তা ও কালভার্ট দরকার।
এসব উল্লেখ করে বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মোহনপুর এলাকাবাসী কিছু পাকা রাস্তা, ভাঙাচোরা রাস্তার সংস্কার ও কয়েকটি কালভার্ট চাই। আশা করি আমাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরবেন।’
‘প্রান্তিক জনগোষ্ঠী’ নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশে এসেছেন দুই শতাধিক নারী। এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই অঞ্চলের নারীদের কর্মমুখী শিক্ষা দরকার। স্বনির্ভর নারী সমাজ গড়ে তুলতে নানা প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণের পরে নিজেদের মতো করে কিছু করতে দরকার আর্থিক সহায়তা। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর কামনা করছি।’
সমাবেশ ঘিরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের হাজারের অধিক নেতা-কর্মী। আজকের পত্রিকার কথা হয় তাঁদের সঙ্গেও। বেশ কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজশাহী নগরসহ আশপাশের জেলা ও থানাগুলোতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কমিটি হয় না বছরের পর বছর। কোথাও তো এক কমিটি যুগ পার করে দিয়েছে। সবার প্রত্যাশা দলীয় প্রধান এবার এসব দেখবেন, শুনবেন এবং ব্যবস্থা নেবেন।’
অয়ন আহমেদ নামে শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য বলেন, ‘আমরা নতুন নেতৃত্ব চাই। সময় বদলে যাচ্ছে, রাজনীতিতে এখন নতুন মাথা দরকার। বছরের পর বছর বিভিন্ন ইউনিটে একই কমিটি থাকায় অনেকেই হতাশ হয়ে যাচ্ছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
৯ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩৭ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে