নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে