বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল। আজ মঙ্গলবার দুপুুর ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘সিক্স ডাউন মেইল’ ট্রেনটি আড়ানী রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ‘ধূমকেতু’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। আড়ানী স্টেশনে ধূমকেতুটির স্টপেজ থাকার কারণে ট্রেনটি গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিক্স ডাউন মেইল ট্রেনের যাত্রী সাকিল হোসেন বলেন, ‘ট্রেনের পেছনে থাকার কারণে প্রথমে আমি বুঝতে পারিনি। পরে দেখি ধূমকেতু ট্রেনটিও একই লাইনে। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’
ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে থামার কথা ছিল ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ৮ মিনিটে। পরে ১২টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। ছাড়ে বেলা ১২টা ৫২ মিনিটে।
আড়ানী রেলস্টেশনের পয়েন্টম্যান কিরণ আহম্মেদ বলেন, পয়েন্ট তৈরি করতে যাওয়ার সময়ে আন্তনগর ধূমকেতু ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্টম্যান কিরণ আহম্মেদ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেন ঢুকে পড়ে। এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। আন্তনগর ধূমকেতু আড়ানীতে দাঁড়ানোর ব্যবস্থা আছে। বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ট্রেনটি ২২ মিনিট পর আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল। আজ মঙ্গলবার দুপুুর ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘সিক্স ডাউন মেইল’ ট্রেনটি আড়ানী রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ‘ধূমকেতু’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। আড়ানী স্টেশনে ধূমকেতুটির স্টপেজ থাকার কারণে ট্রেনটি গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিক্স ডাউন মেইল ট্রেনের যাত্রী সাকিল হোসেন বলেন, ‘ট্রেনের পেছনে থাকার কারণে প্রথমে আমি বুঝতে পারিনি। পরে দেখি ধূমকেতু ট্রেনটিও একই লাইনে। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’
ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে থামার কথা ছিল ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ৮ মিনিটে। পরে ১২টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। ছাড়ে বেলা ১২টা ৫২ মিনিটে।
আড়ানী রেলস্টেশনের পয়েন্টম্যান কিরণ আহম্মেদ বলেন, পয়েন্ট তৈরি করতে যাওয়ার সময়ে আন্তনগর ধূমকেতু ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্টম্যান কিরণ আহম্মেদ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেন ঢুকে পড়ে। এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। আন্তনগর ধূমকেতু আড়ানীতে দাঁড়ানোর ব্যবস্থা আছে। বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ট্রেনটি ২২ মিনিট পর আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩২ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগে