নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩২ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগে