বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর তরুণের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৬: ০৫

পাবনার বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহান চাকলা পূর্বপাড়া গ্রামের মোল্লার ছেলে। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার নিজ বাড়ির পাশে কাকেশ্বরী নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন সোহান। বেড়া ফায়ার সার্ভিসের একটি দল পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের সন্ধান পায়নি। পরে রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের এক ঘণ্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আমরা সোমবার বিকেলে থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে তার সন্ধান পাইনি। একদিন পর রাজশাহী ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত