মোবাইল ফোন না পেয়ে যুবকের আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৯: ৫৮

পাবনার সাঁথিয়া উপজেলার গৌড়ীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে রুবেল হোসেন (২৩) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু বরণ করেছে। গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া রুবেল হোসেন গৌড়ীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন পেশায় মৎস্য শিকারি। সে প্রতিদিন মাছ শিকার করে অবসর সময়ে মোবাইল ফোনে গেম খেলত। বেশ কিছু দিন হলো তার মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। তা মেরামত করলেও গেম খেলা সম্ভব হয় না। রুবেল তাঁর মা মমেনা খাতুনের নিকট মোবাইল ফোন কেনার জন্য টাকা চান। টাকা না পেয়ে রুবেল গতকাল শনিবার বিকেলে এক সঙ্গে দুটি গ্যাস ট্যাবলেট খান। এতে সে অসুস্থ হলে দ্রুত রুবেলকে হাসাপাতালে নেওয়া হলে সেখানেই রুবেল মারা যায়।

এলাকাবাসী আরও জানান, রুবেলের স্ত্রী ও সন্তান রয়েছে। স্ত্রী কিছুদিন পূর্বে ঢাকা চাকরি করতে চলে যায়। 

সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রুবেলের মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত