শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর হিন্দুপাড়া গ্রামের মোকছেদ আলী ভোলার ছেলে মিজানুর রহমান রনি (২২)। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন। পাগড়ি, জুব্বা, টুপিসহ বাবরি চুলের এই যুবক বিভিন্ন সময় বিভিন্নভাবে স্থানীয় লোকজনের কাছে আলোচনা-সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১১টায় পরিবারের সহযোগিতায় ৪ ফুট গভীর একটি কবর তৈরি করেন রনি। সঙ্গে খাবার, চার্জার লাইট, ফ্যানসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতেই শুয়ে পড়েন সেই কবরে। অক্সিজেন পেতে কবরের দুপাশে ছোট পাইপ দিয়ে ফুটোও রাখেন। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত তার ভেতরে অবস্থান করেন তিনি। কিন্তু স্থানীয় লোকজন জানতে পারলে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানা-পুলিশ এসে বেলা ১১টার দিকে রনিকে কবর থেকে বের করে নিয়ে যান। সঙ্গে রনির আরেক ভাই মিলনকেও (২৫) ধরে নিয়ে যায় পুলিশ।
রনির পরিবারের লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘রনি স্বপ্নে দেখেছিল এভাবে কবর খুঁড়ে তার ভেতরে কিছুদিন থাকলে তারা অনেক ধনী হয়ে যাবে। পরে রনি আমাদের সহায়তায় কবর তৈরি করে তার ভেতরে ঢুকে যায়।’
রাধানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সরকার মুক্তা বলেন, ‘রনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এই কাণ্ড করে থাকতে পারে। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের প্রচুর মানুষ কবর এবং রনিকে একনজর দেখতে ভিড় করেন।’
ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, ‘এই ঘটনার মাসখানেক আগেও রনি টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে সফর করেন। সে সময় পথে মহাসড়কের উভয় পাশের প্রায় সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের স্বাক্ষর নেন। এর বাইরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং পথের দুধারে পাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষর নেন। কবর থেকে কেউ কখনো ফেরেনি। কবর থেকে ফিরে রনি মূলত দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল।’
এ ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, ‘মিজানুর রহমান রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোস্ট করার জন্য এই কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি আমাদের জানিয়েছেন।’
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর হিন্দুপাড়া গ্রামের মোকছেদ আলী ভোলার ছেলে মিজানুর রহমান রনি (২২)। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন। পাগড়ি, জুব্বা, টুপিসহ বাবরি চুলের এই যুবক বিভিন্ন সময় বিভিন্নভাবে স্থানীয় লোকজনের কাছে আলোচনা-সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১১টায় পরিবারের সহযোগিতায় ৪ ফুট গভীর একটি কবর তৈরি করেন রনি। সঙ্গে খাবার, চার্জার লাইট, ফ্যানসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতেই শুয়ে পড়েন সেই কবরে। অক্সিজেন পেতে কবরের দুপাশে ছোট পাইপ দিয়ে ফুটোও রাখেন। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত তার ভেতরে অবস্থান করেন তিনি। কিন্তু স্থানীয় লোকজন জানতে পারলে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানা-পুলিশ এসে বেলা ১১টার দিকে রনিকে কবর থেকে বের করে নিয়ে যান। সঙ্গে রনির আরেক ভাই মিলনকেও (২৫) ধরে নিয়ে যায় পুলিশ।
রনির পরিবারের লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘রনি স্বপ্নে দেখেছিল এভাবে কবর খুঁড়ে তার ভেতরে কিছুদিন থাকলে তারা অনেক ধনী হয়ে যাবে। পরে রনি আমাদের সহায়তায় কবর তৈরি করে তার ভেতরে ঢুকে যায়।’
রাধানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সরকার মুক্তা বলেন, ‘রনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এই কাণ্ড করে থাকতে পারে। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের প্রচুর মানুষ কবর এবং রনিকে একনজর দেখতে ভিড় করেন।’
ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, ‘এই ঘটনার মাসখানেক আগেও রনি টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে সফর করেন। সে সময় পথে মহাসড়কের উভয় পাশের প্রায় সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের স্বাক্ষর নেন। এর বাইরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং পথের দুধারে পাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষর নেন। কবর থেকে কেউ কখনো ফেরেনি। কবর থেকে ফিরে রনি মূলত দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল।’
এ ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, ‘মিজানুর রহমান রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোস্ট করার জন্য এই কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি আমাদের জানিয়েছেন।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২০ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২২ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৫ মিনিট আগে