নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।
ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’
শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।
ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’
শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১২ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৯ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৫ মিনিট আগে