নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শংকর ঘোষ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের সভানেত্রী রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আবারও দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে, তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়র প্রার্থী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। ফলে মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মেয়র প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর এ ধরনের কাজ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে তাঁকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী হিসেবে পরিচিত। শংকর ঘোষ যে কমিটির সভাপতি ছিলেন, সেই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছোট ভাই শাহনেওয়াজ সরকার সেডু। সম্প্রতি ডাবলুর একটি আপত্তিকর ভিডিও ফাঁস হলে তাঁর বহিষ্কার দাবিতে সোচ্চার হন মহানগর আওয়ামী লীগের নেতারা। তখন থেকেই লিটনের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছিলেন শংকর ঘোষ।
বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য শংকর ঘোষের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শংকর ঘোষ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের সভানেত্রী রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আবারও দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে, তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়র প্রার্থী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। ফলে মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মেয়র প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর এ ধরনের কাজ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে তাঁকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী হিসেবে পরিচিত। শংকর ঘোষ যে কমিটির সভাপতি ছিলেন, সেই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছোট ভাই শাহনেওয়াজ সরকার সেডু। সম্প্রতি ডাবলুর একটি আপত্তিকর ভিডিও ফাঁস হলে তাঁর বহিষ্কার দাবিতে সোচ্চার হন মহানগর আওয়ামী লীগের নেতারা। তখন থেকেই লিটনের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছিলেন শংকর ঘোষ।
বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য শংকর ঘোষের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে