কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
‘খালেদা জিয়া দেশটাকে ধূলিসাৎ করতে চায়। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই।’ আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার বিকেলে কাজীপুর উপজেলা পরিষদ খেলার মাঠে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিজয়ের মাসে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় মির্জা ফখরুলরা। কিন্তু বাঙালির হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। ফখরুলরা বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আমরা মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। আর তখনই সামরিক জান্তা জেনারেল জিয়া ও মোস্তাকরা আবার একটি স্বরযন্ত্র করল এবং জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করল।’
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এর আগে উপজেলার স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। মধ্যাহ্ন ভোজের পরে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও শহীদ এম মনসুর আলীর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
‘খালেদা জিয়া দেশটাকে ধূলিসাৎ করতে চায়। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই।’ আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার বিকেলে কাজীপুর উপজেলা পরিষদ খেলার মাঠে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিজয়ের মাসে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় মির্জা ফখরুলরা। কিন্তু বাঙালির হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। ফখরুলরা বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আমরা মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। আর তখনই সামরিক জান্তা জেনারেল জিয়া ও মোস্তাকরা আবার একটি স্বরযন্ত্র করল এবং জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করল।’
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এর আগে উপজেলার স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। মধ্যাহ্ন ভোজের পরে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও শহীদ এম মনসুর আলীর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
২ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৮ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৯ মিনিট আগে