নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৭ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১২ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩৪ মিনিট আগে