নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-২ (সদর) আসনের নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ৮টার দিকে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। জোটের প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা।
সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বাদশা বলেন, বিকেলে সাহেববাজার এলাকায় নৌকার প্রার্থীর একটি সমাবেশ চলছিল। এর সামনের সড়ক দিয়ে তিনি একটি প্রচার মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা তাদের উস্কানিমূলক কথা বলেন। একপর্যায়ে মিছিলে এসে তার কর্মী-সমর্থকদের বাধা দেয়। নৌকার প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে এখন ভিন্ন পন্থায় নির্বাচনি বৈতরণী পার হতে চাইছেন। এ জন্য নানারকম উষ্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন।
শফিকুর রহমান বাদশার এ সংবাদ সম্মেলন চলাকালে তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর চারটি প্রচার মাইকের অটোরিকশা এসে থেমে যায়। সেখানে নৌকার পক্ষে গান বাজানো শুরু হয়। তখন রাত সাড়ে ৮ টা। বিষয়টি দেখিয়ে শফিকুর রহমান বাদশা বলেন, ‘এই যে এখন আমার নির্বাচনী কার্যালয়ের সামনে এসে এতগুলো মাইক বাজানো হচ্ছে। মাইক বাজানো যাবে রাত ৮টা পর্যন্ত। এখন সাড়ে ৮টা বাজে। আমাদের সংবাদ সম্মেলন বাধাগ্রস্ত করতে আচরণবিধি লঙ্ঘন করে সাড়ে ৮টায় আমার নির্বাচনী কার্যালয়ের সামনে চার চারটি মাইক বাজানো হচ্ছে। ফজলে হোসেন বাদশা চাচ্ছেন, আমাদের উস্কানি দিয়ে আমার কর্মীদের বিক্ষুব্ধ করে তুলতে। কিন্তু আমাদের কর্মীরা তার পাতানো ফাঁদে পা দেবে না।’
শফিকুর রহমান বাদশা আরও বলেন, ‘বুধবার রাজশাহী জেলা ও মহানগরসহ কয়েকটি জেলার সঙ্গে ভার্চুয়ালি জনসভা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আসন নির্বাচন উন্মুক্ত, যার যাকে খুশি ভোট দেবে।’ এরপরেও নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা আমাদের কটাক্ষ করছেন। এসবের জবাব আগামী ৭ তারিখে জনগণ দেবে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ. ফ. ম জাহিদ, আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর মোবাইলে কয়েকদফা ফোন করা হয়। তবে তিনি ধরেননি। নৌকার প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। তাই অভিযোগের বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী-২ (সদর) আসনের নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ৮টার দিকে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। জোটের প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা।
সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বাদশা বলেন, বিকেলে সাহেববাজার এলাকায় নৌকার প্রার্থীর একটি সমাবেশ চলছিল। এর সামনের সড়ক দিয়ে তিনি একটি প্রচার মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা তাদের উস্কানিমূলক কথা বলেন। একপর্যায়ে মিছিলে এসে তার কর্মী-সমর্থকদের বাধা দেয়। নৌকার প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে এখন ভিন্ন পন্থায় নির্বাচনি বৈতরণী পার হতে চাইছেন। এ জন্য নানারকম উষ্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন।
শফিকুর রহমান বাদশার এ সংবাদ সম্মেলন চলাকালে তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর চারটি প্রচার মাইকের অটোরিকশা এসে থেমে যায়। সেখানে নৌকার পক্ষে গান বাজানো শুরু হয়। তখন রাত সাড়ে ৮ টা। বিষয়টি দেখিয়ে শফিকুর রহমান বাদশা বলেন, ‘এই যে এখন আমার নির্বাচনী কার্যালয়ের সামনে এসে এতগুলো মাইক বাজানো হচ্ছে। মাইক বাজানো যাবে রাত ৮টা পর্যন্ত। এখন সাড়ে ৮টা বাজে। আমাদের সংবাদ সম্মেলন বাধাগ্রস্ত করতে আচরণবিধি লঙ্ঘন করে সাড়ে ৮টায় আমার নির্বাচনী কার্যালয়ের সামনে চার চারটি মাইক বাজানো হচ্ছে। ফজলে হোসেন বাদশা চাচ্ছেন, আমাদের উস্কানি দিয়ে আমার কর্মীদের বিক্ষুব্ধ করে তুলতে। কিন্তু আমাদের কর্মীরা তার পাতানো ফাঁদে পা দেবে না।’
শফিকুর রহমান বাদশা আরও বলেন, ‘বুধবার রাজশাহী জেলা ও মহানগরসহ কয়েকটি জেলার সঙ্গে ভার্চুয়ালি জনসভা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আসন নির্বাচন উন্মুক্ত, যার যাকে খুশি ভোট দেবে।’ এরপরেও নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা আমাদের কটাক্ষ করছেন। এসবের জবাব আগামী ৭ তারিখে জনগণ দেবে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ. ফ. ম জাহিদ, আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর মোবাইলে কয়েকদফা ফোন করা হয়। তবে তিনি ধরেননি। নৌকার প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। তাই অভিযোগের বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে