নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম আজিজুল ইসলাম (২০)। পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়বিশাকুল গ্রামে তাঁর বাড়ি।
গতকাল মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাবনা ছাড়া আজিজুল অন্য কোনো জেলায় যাননি। জ্বর হলে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন রামেকে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মঙ্গলবার দুপুরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানেই মারা যান। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।’
হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। রামেক হাসপাতালে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো ১৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১৫৮ জনই নিজ নিজ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা অন্য কোনো জেলায় যাননি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম আজিজুল ইসলাম (২০)। পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়বিশাকুল গ্রামে তাঁর বাড়ি।
গতকাল মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাবনা ছাড়া আজিজুল অন্য কোনো জেলায় যাননি। জ্বর হলে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন রামেকে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মঙ্গলবার দুপুরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানেই মারা যান। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।’
হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। রামেক হাসপাতালে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো ১৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১৫৮ জনই নিজ নিজ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা অন্য কোনো জেলায় যাননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৮ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৬ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২১ মিনিট আগে