রাবি প্রতিনিধি
রমজানের ইফতার ও মহান স্বাধীনতা দিবসে বিশেষ খাবারসহ বেশ কয়েকটি দাবিতে হল গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ২টার দিকে হল গেটে তাঁরা তালা ঝুলিয়ে দেন। পরে পৌনে ৩টার দিকে হল প্রাধ্যক্ষ সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। এ সময় শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি জানান।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে— ডাইনিং ও ক্যানটিনের খাবারের মান বৃদ্ধি, হলে ইফতারের ব্যবস্থা করা, ওয়াই ফাইয়ের ধীর গতি সমস্যার স্থায়ী সমাধান করা, মশা নিধনের ব্যবস্থা নেওয়া, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে হল প্রাধ্যক্ষের অসহযোগিতামূলক আচরণ বন্ধ করা, পড়ার রুমের পরিসর বৃদ্ধি, হলে জিমনেশিয়াম চালু করা, গোসল খানায় ঝুড়ির ব্যবস্থা করা, গেমস রুম ও বিতর্ক পাঠশালা অন্যত্র স্থানান্তর করা, প্রত্যেক তলায় বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করা এবং পানির ট্যাংক পরিষ্কার করতে হবে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, দুপুর ২টার দিকে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীরা হল গেটে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা হল গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর হল প্রাধ্যক্ষ আসলে তালা খুলে দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক নাঈম আলীর নেতৃত্বে শিক্ষার্থীরা হল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। প্রায় দুই ঘণ্টা ধরে এ আলোচনা চলে।
আন্দোলনের বিষয়ে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই মহান স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের বিশেষ খাবার দেওয়া হয়। কিন্তু এবার আমরা এখন পর্যন্ত খাবারের টোকেন পাইনি। শুনেছি এবার খাবার দেওয়া হবে না। তাই আমরা আন্দোলন শুরু করেছি। এছাড়াও আমাদের হলের ডাইনিং ও ক্যানটিনের খাবার নিম্নমানের হওয়ায় ওই খাবার খেয়ে রোজা রাখতে আমাদের কষ্ট হয়। তাই আমরা খাবারের মানোন্নয়নের দাবি জানিয়েছি। সেই সঙ্গে আমাদের আরও কিছু দাবি ছিল যা আমরা লিখিত আকারে প্রাধ্যক্ষ স্যারকে দিয়েছি।’
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী বলেন, ‘প্রতিবছরই মহান স্বাধীনতা দিবসে বিশেষ খাবার দেওয়া হতো। কিন্তু এবার দেওয়া হচ্ছে না। এ জন্য সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে আমরা তাদের দাবির প্রতি সহমত জানিয়ে প্রাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনায় বসেছি।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কালকের মধ্যে আমরা শিক্ষার্থীদের বিশেষ খাবারটা দিতে পারছি না। আমরা ২৭ মার্চ প্রাধ্যক্ষ পরিষদের সভা ডেকেছি। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেছি। কিছু দাবি আমরা খুব শিগগিরই পূরণ করব।’
বিশেষ খাবারের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সৈয়দা নুসরাত জাহান বলেন, ‘রমজান মাস বিবেচনা করে আমরা একটা ইফতারের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু অতীতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে মারামারিতে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনা বিবেচনায় আমরা বিজয় দিবসে এই বিশেষ খাবার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। তবে আজ যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী পরশু সভা আহ্বান করেছি। আমরা এ মাসের মধ্যেই বিশেষ খাবারের ব্যবস্থা করব।’
রমজানের ইফতার ও মহান স্বাধীনতা দিবসে বিশেষ খাবারসহ বেশ কয়েকটি দাবিতে হল গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ২টার দিকে হল গেটে তাঁরা তালা ঝুলিয়ে দেন। পরে পৌনে ৩টার দিকে হল প্রাধ্যক্ষ সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। এ সময় শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি জানান।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে— ডাইনিং ও ক্যানটিনের খাবারের মান বৃদ্ধি, হলে ইফতারের ব্যবস্থা করা, ওয়াই ফাইয়ের ধীর গতি সমস্যার স্থায়ী সমাধান করা, মশা নিধনের ব্যবস্থা নেওয়া, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে হল প্রাধ্যক্ষের অসহযোগিতামূলক আচরণ বন্ধ করা, পড়ার রুমের পরিসর বৃদ্ধি, হলে জিমনেশিয়াম চালু করা, গোসল খানায় ঝুড়ির ব্যবস্থা করা, গেমস রুম ও বিতর্ক পাঠশালা অন্যত্র স্থানান্তর করা, প্রত্যেক তলায় বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করা এবং পানির ট্যাংক পরিষ্কার করতে হবে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, দুপুর ২টার দিকে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীরা হল গেটে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা হল গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর হল প্রাধ্যক্ষ আসলে তালা খুলে দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক নাঈম আলীর নেতৃত্বে শিক্ষার্থীরা হল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। প্রায় দুই ঘণ্টা ধরে এ আলোচনা চলে।
আন্দোলনের বিষয়ে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই মহান স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের বিশেষ খাবার দেওয়া হয়। কিন্তু এবার আমরা এখন পর্যন্ত খাবারের টোকেন পাইনি। শুনেছি এবার খাবার দেওয়া হবে না। তাই আমরা আন্দোলন শুরু করেছি। এছাড়াও আমাদের হলের ডাইনিং ও ক্যানটিনের খাবার নিম্নমানের হওয়ায় ওই খাবার খেয়ে রোজা রাখতে আমাদের কষ্ট হয়। তাই আমরা খাবারের মানোন্নয়নের দাবি জানিয়েছি। সেই সঙ্গে আমাদের আরও কিছু দাবি ছিল যা আমরা লিখিত আকারে প্রাধ্যক্ষ স্যারকে দিয়েছি।’
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী বলেন, ‘প্রতিবছরই মহান স্বাধীনতা দিবসে বিশেষ খাবার দেওয়া হতো। কিন্তু এবার দেওয়া হচ্ছে না। এ জন্য সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে আমরা তাদের দাবির প্রতি সহমত জানিয়ে প্রাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনায় বসেছি।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কালকের মধ্যে আমরা শিক্ষার্থীদের বিশেষ খাবারটা দিতে পারছি না। আমরা ২৭ মার্চ প্রাধ্যক্ষ পরিষদের সভা ডেকেছি। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেছি। কিছু দাবি আমরা খুব শিগগিরই পূরণ করব।’
বিশেষ খাবারের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সৈয়দা নুসরাত জাহান বলেন, ‘রমজান মাস বিবেচনা করে আমরা একটা ইফতারের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু অতীতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে মারামারিতে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনা বিবেচনায় আমরা বিজয় দিবসে এই বিশেষ খাবার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। তবে আজ যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী পরশু সভা আহ্বান করেছি। আমরা এ মাসের মধ্যেই বিশেষ খাবারের ব্যবস্থা করব।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে