আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন।
আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।
নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন।
আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।
নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪৪ মিনিট আগে