নাটোর প্রতিনিধি
নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাব্বি (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছে। রাব্বি সদর উপজেলার বড়গাছা এলাকার বাসিন্দা।
আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য রাব্বির নেতৃত্বে কয়েকজন আমহাটি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত আরেক দল যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। এ সময় রাব্বিরা ভোট দেখতে এসেছে জানালে যুবকেরা তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে।
এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোহেল নামের একজন রাব্বির বাম হাতে ছুরিকাঘাত করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাব্বি বলেন, ‘সোহেলের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। সে যুবলীগ নেতা মিলনের সমর্থক। আমরা তো সবখানেই যেতে পারি। তারা আমাদের অন্য লোকদেরও মারার চেষ্টা করে।’
ঘটনার পর অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁকে ওই এলাকায় আর পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। এর সঙ্গে ভোট গ্রহণের কোনো সম্পর্ক নাই। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাব্বি (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছে। রাব্বি সদর উপজেলার বড়গাছা এলাকার বাসিন্দা।
আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য রাব্বির নেতৃত্বে কয়েকজন আমহাটি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত আরেক দল যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। এ সময় রাব্বিরা ভোট দেখতে এসেছে জানালে যুবকেরা তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে।
এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোহেল নামের একজন রাব্বির বাম হাতে ছুরিকাঘাত করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাব্বি বলেন, ‘সোহেলের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। সে যুবলীগ নেতা মিলনের সমর্থক। আমরা তো সবখানেই যেতে পারি। তারা আমাদের অন্য লোকদেরও মারার চেষ্টা করে।’
ঘটনার পর অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁকে ওই এলাকায় আর পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। এর সঙ্গে ভোট গ্রহণের কোনো সম্পর্ক নাই। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ মিনিট আগেআজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
৩৬ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৩৯ মিনিট আগে