প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গেছে। আজ শনিবার থেকে এই ট্রেন ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল শুরু করেছে। এই ট্রেনে আমের বদলে পরিবহন করা হচ্ছে গরু।
কোরবানির পশু নিয়ে বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি যাত্রা শুরু করছে। আগামীকাল রোববার এবং সোমবারেও ট্রেনটি চলবে।
স্বল্প খরচে ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ থেকে এই ট্রেনের নাম বদল করে নাম রাখা হয় ‘ক্যাটল স্পেশাল’। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনসহ ট্রেনটি রাজশাহী এসে আরও চারটি ওয়াগন যুক্ত হয়ে যায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য এই ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে কোরবানির ঈদের একেবারেই শেষ মুহূর্তে এসে ট্রেনটি চালু করা হলো।
ব্যাপারীরা বলছেন, আরও আগে ট্রেনটি চালু করলে ভালো হতো। তবে ট্রেনের চেয়ে ট্রাকে গরু পরিবহনেই ভোগান্তি কম। কারণ, ট্রাকে হাট পর্যন্ত যাওয়া যায়। ট্রেনে গেলে প্রথমে গরু ট্রাকে করে স্টেশনে যেতে হবে। তারপর ঢাকায় নেমে আবার ট্রাকে তুলে হাটে যেতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেবে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ৭টা ২০ মিনিটে। চাঁপাইনবাবগঞ্জের চারটি ওয়াগনে ২০টি করে মোট ৮০টি গরু নেওয়া যাবে।
আজ শনিবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রথম দিনের জন্য আগেই বুকিং দেওয়া হয়েছিল। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ২০টি, রাজশাহীর ২০টি ও বড়াল স্টেশন থেকে ২০ টিসহ মোট ১২০টি গরুর বুকিং ছিল। মোট তিন দিন চলবে এই ট্রেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, ট্রেনটির একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা। এতে ২০টি গরু নেওয়া যাবে। কারও ২০টি গরু না থাকলে কয়েকজন ব্যাপারী একসঙ্গে অথবা কয়েকজন খামারি একসঙ্গে হয়ে ওয়াগন নিতে পারবেন। এতে প্রত্যেক গরুর জন্য রাজশাহী থেকে ভাড়া পড়বে ৫৯১ টাকা ৫০ পয়সা।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গেছে। আজ শনিবার থেকে এই ট্রেন ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল শুরু করেছে। এই ট্রেনে আমের বদলে পরিবহন করা হচ্ছে গরু।
কোরবানির পশু নিয়ে বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি যাত্রা শুরু করছে। আগামীকাল রোববার এবং সোমবারেও ট্রেনটি চলবে।
স্বল্প খরচে ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ থেকে এই ট্রেনের নাম বদল করে নাম রাখা হয় ‘ক্যাটল স্পেশাল’। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনসহ ট্রেনটি রাজশাহী এসে আরও চারটি ওয়াগন যুক্ত হয়ে যায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য এই ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে কোরবানির ঈদের একেবারেই শেষ মুহূর্তে এসে ট্রেনটি চালু করা হলো।
ব্যাপারীরা বলছেন, আরও আগে ট্রেনটি চালু করলে ভালো হতো। তবে ট্রেনের চেয়ে ট্রাকে গরু পরিবহনেই ভোগান্তি কম। কারণ, ট্রাকে হাট পর্যন্ত যাওয়া যায়। ট্রেনে গেলে প্রথমে গরু ট্রাকে করে স্টেশনে যেতে হবে। তারপর ঢাকায় নেমে আবার ট্রাকে তুলে হাটে যেতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেবে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ৭টা ২০ মিনিটে। চাঁপাইনবাবগঞ্জের চারটি ওয়াগনে ২০টি করে মোট ৮০টি গরু নেওয়া যাবে।
আজ শনিবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রথম দিনের জন্য আগেই বুকিং দেওয়া হয়েছিল। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ২০টি, রাজশাহীর ২০টি ও বড়াল স্টেশন থেকে ২০ টিসহ মোট ১২০টি গরুর বুকিং ছিল। মোট তিন দিন চলবে এই ট্রেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, ট্রেনটির একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা। এতে ২০টি গরু নেওয়া যাবে। কারও ২০টি গরু না থাকলে কয়েকজন ব্যাপারী একসঙ্গে অথবা কয়েকজন খামারি একসঙ্গে হয়ে ওয়াগন নিতে পারবেন। এতে প্রত্যেক গরুর জন্য রাজশাহী থেকে ভাড়া পড়বে ৫৯১ টাকা ৫০ পয়সা।
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৪ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে