ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৭ মিনিট আগে