মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় উপজেলায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। আহত শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন—মিরাজ উদ্দিনের ছেলে আবুল কাসেম শাহিন (৩০) ও শাহিনের স্ত্রী লিপি পারভীন (২৫)। তাঁরা ভালাইন ইউনিয়নের বানডুবি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে বানডুবি বাজারে মদনচক গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত আলমগীর হোসেন নামের এক যুবক গালিগালাজের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফা আলমগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাজারের লোকজন এক জোট হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে পিটুনি দেন। এতে চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র প্রামাণিক আহত হন।
পরে চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে গ্রাম–পুলিশ, ইউপি সদস্য ও তাঁর লোকজনকে ডেকে নেন। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম শাহিন ও তাঁর স্ত্রী লিপি পারভীনের পথ আটকে মারধর করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ব্যক্তিগত কাজে বানডুবি বাজারে গেলে মিরাজ উদ্দিন ও তাঁদের লোকজন আমাকে মারধর করেন। পরে আমিও পাল্টা জবাব দিয়েছি।’
এ ঘটনায় মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
নওগাঁর মান্দায় উপজেলায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। আহত শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন—মিরাজ উদ্দিনের ছেলে আবুল কাসেম শাহিন (৩০) ও শাহিনের স্ত্রী লিপি পারভীন (২৫)। তাঁরা ভালাইন ইউনিয়নের বানডুবি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে বানডুবি বাজারে মদনচক গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত আলমগীর হোসেন নামের এক যুবক গালিগালাজের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফা আলমগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাজারের লোকজন এক জোট হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে পিটুনি দেন। এতে চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র প্রামাণিক আহত হন।
পরে চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে গ্রাম–পুলিশ, ইউপি সদস্য ও তাঁর লোকজনকে ডেকে নেন। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম শাহিন ও তাঁর স্ত্রী লিপি পারভীনের পথ আটকে মারধর করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ব্যক্তিগত কাজে বানডুবি বাজারে গেলে মিরাজ উদ্দিন ও তাঁদের লোকজন আমাকে মারধর করেন। পরে আমিও পাল্টা জবাব দিয়েছি।’
এ ঘটনায় মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে