নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে এক শিক্ষার্থীর মাথার খুলি ফেটে গেছে। ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল রোববার ভোরে আহত শিক্ষার্থী এখনো অচেতন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত নাম নিশাদ আকরাম (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় তাঁর চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। এই মামলায় পুলিশ মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিশাদের এক বান্ধবী জানান, তিনি ও নিশাদ তাঁর এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে আসছিলেন। তাঁরা নগরীর রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা এসে নিশাদকে আঘাত করে। নিশাদ রিকশা থেকে পড়ে যাওয়ার পর রিকশাওয়ালা ভয়ে আরও দ্রুত গতিতে রিকশা চলাচ্ছিলেন। এ জন্য তিনি নামতে পারছিলেন না।
অনেক দূরে যাওয়ার পরে তিনি চিৎকার করলে সকালে মসজিদে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এলে রিকশাওয়ালা রিকশা থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মানি ব্যাগ, মোবাইল ফোন আর হাতঘড়ি নেই। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তির পর থেকে এখনো ওই রোগীর জ্ঞান ফেরেনি। তাঁর মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, এখন পর্যন্ত তাঁর অবস্থা ভালো বা খারাপ কোনোটাই বলা যাচ্ছে না।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে একজন আসামি ধরা হয়েছে। তার নামে সাত-আটটি মামলা আছে। সে পেশাদার ছিনতাইকারী। তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে এক শিক্ষার্থীর মাথার খুলি ফেটে গেছে। ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল রোববার ভোরে আহত শিক্ষার্থী এখনো অচেতন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত নাম নিশাদ আকরাম (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় তাঁর চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। এই মামলায় পুলিশ মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিশাদের এক বান্ধবী জানান, তিনি ও নিশাদ তাঁর এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে আসছিলেন। তাঁরা নগরীর রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা এসে নিশাদকে আঘাত করে। নিশাদ রিকশা থেকে পড়ে যাওয়ার পর রিকশাওয়ালা ভয়ে আরও দ্রুত গতিতে রিকশা চলাচ্ছিলেন। এ জন্য তিনি নামতে পারছিলেন না।
অনেক দূরে যাওয়ার পরে তিনি চিৎকার করলে সকালে মসজিদে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এলে রিকশাওয়ালা রিকশা থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মানি ব্যাগ, মোবাইল ফোন আর হাতঘড়ি নেই। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তির পর থেকে এখনো ওই রোগীর জ্ঞান ফেরেনি। তাঁর মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, এখন পর্যন্ত তাঁর অবস্থা ভালো বা খারাপ কোনোটাই বলা যাচ্ছে না।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে একজন আসামি ধরা হয়েছে। তার নামে সাত-আটটি মামলা আছে। সে পেশাদার ছিনতাইকারী। তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
কবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১৬ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
২৪ মিনিট আগে