জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।
জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে