নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশের নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরদিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দুই দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে।
এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। এ ঘটনায় পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলার পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশের নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরদিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দুই দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে।
এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। এ ঘটনায় পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলার পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৭ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে