নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিতে চায় না বিএনপি। তবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির অনেক নেতাই কাউন্সিলর পদে অংশগ্রহণ করছেন। মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক সাহিদ হাসান মেয়র পদে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান রাজশাহীর বিএনপি নেতাদের সঙ্গে ভিডিও কলে এ বিষয়ে কথাও বলেছেন। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। অভিযোগ করা হয়েছে, রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করছেন না। যে কারণে মহানগর বিএনপি চাইলেও ভোটে যাওয়া নেতাদের বাগে আনতে পারছে না। সভা শেষে বিএনপির একাধিক সূত্র এসব বিষয় জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারেক রহমানের সঙ্গে কথা বলেন রাজশাহীর নেতারা। সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, সৈয়দ শাহীন শওকত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা ও সদস্যসচিব মামুনুর রশীদ প্রমুখ।
দলীয় সূত্র জানায়, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। মহানগর বিএনপিতে বিশৃঙ্খলার বিষয়টি আলোচনায় আসে। দলীয় কোন্দলের কারণে পুঠিয়ায় মঞ্চে থাকা বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাত এবং মঞ্চে বিশৃঙ্খলার বিষয়গুলোও উঠে আসে। মহানগরীর সাংগঠনিক ওয়ার্ডগুলোতে কমিটি করতে না পারা এবং দলীয় নেতাদের সিটি করপোরেশন নির্বাচন থেকে বিরত রাখতে না পারার কারণে আহ্বায়ক কমিটির সদস্যদের ভর্ৎসনা করেন তিনি।
তখন আহ্বায়ক কমিটির সদস্যরা অভিযোগ করেন, রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন তাঁদের সহযোগিতা করেন না। ফলে তাঁরাও ঠিকমতো কাজ করতে পারছেন না। আর বিশৃঙ্খলার জন্য কেউ কেউ আহ্বায়ক কমিটির সদস্যসচিবকে দায়ী করেন। তারেক রহমান দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন।
সিটি নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় নেতা-নেত্রীদের অংশগ্রহণের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারেক রহমান। মিজানুর রহমান মিনুকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনি রাজশাহী সিটির ১৭ বছর মেয়র ছিলেন। আপনি থাকতে কেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতারা ভোটে অংশগ্রহণ করছেন?’ তখন মিনু বলেন, ‘যাঁরা ভোটে আসছেন, তাঁরা বর্তমানে কোনো পদ-পদবিতে না থাকার অজুহাত দিচ্ছেন। কাউন্সিলর পদের ভোট দলীয় প্রতীকে না হওয়ায় তাঁরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিচ্ছেন।’
এ সময় তারেক রহমান দ্রুত বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড কমিটি করে দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি বিএনপি নেতাদের ভোটে অংশগ্রহণের ব্যাপারে নিরুৎসাহী করার ব্যাপারে নেতাদের কাজ করতে বলেন। তারপরও কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসব বিষয়ে দলের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হবে তা দ্রুত সময়ের মধ্যে আবার তাঁকে জানাতে বলেন।
এই সভার বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে চাননি বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘দলে শৃঙ্খলা ফিরিয়ে সামনে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তারেক রহমান। এটা আমাদের সাংগঠনিক মিটিং ছিল।’
সদস্যসচিব মামুনুর রশীদ বলেন, ‘বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তারেক রহমান কড়াভাবে বলেছেন, আমাদের দলের যারা নির্বাচনে যাবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিগগিরই আমরা আবার রাজশাহীতে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা। এ জন্য আন্দোলন করতে হবে। এ জন্য সুসংগঠিত দল প্রয়োজন। এসব বিষয়েই মিটিংয়ে আলোচনা হয়েছে।’ এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলে দাবি করেন শফিকুল হক মিলন।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিতে চায় না বিএনপি। তবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির অনেক নেতাই কাউন্সিলর পদে অংশগ্রহণ করছেন। মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক সাহিদ হাসান মেয়র পদে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান রাজশাহীর বিএনপি নেতাদের সঙ্গে ভিডিও কলে এ বিষয়ে কথাও বলেছেন। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। অভিযোগ করা হয়েছে, রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করছেন না। যে কারণে মহানগর বিএনপি চাইলেও ভোটে যাওয়া নেতাদের বাগে আনতে পারছে না। সভা শেষে বিএনপির একাধিক সূত্র এসব বিষয় জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারেক রহমানের সঙ্গে কথা বলেন রাজশাহীর নেতারা। সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, সৈয়দ শাহীন শওকত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা ও সদস্যসচিব মামুনুর রশীদ প্রমুখ।
দলীয় সূত্র জানায়, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। মহানগর বিএনপিতে বিশৃঙ্খলার বিষয়টি আলোচনায় আসে। দলীয় কোন্দলের কারণে পুঠিয়ায় মঞ্চে থাকা বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাত এবং মঞ্চে বিশৃঙ্খলার বিষয়গুলোও উঠে আসে। মহানগরীর সাংগঠনিক ওয়ার্ডগুলোতে কমিটি করতে না পারা এবং দলীয় নেতাদের সিটি করপোরেশন নির্বাচন থেকে বিরত রাখতে না পারার কারণে আহ্বায়ক কমিটির সদস্যদের ভর্ৎসনা করেন তিনি।
তখন আহ্বায়ক কমিটির সদস্যরা অভিযোগ করেন, রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন তাঁদের সহযোগিতা করেন না। ফলে তাঁরাও ঠিকমতো কাজ করতে পারছেন না। আর বিশৃঙ্খলার জন্য কেউ কেউ আহ্বায়ক কমিটির সদস্যসচিবকে দায়ী করেন। তারেক রহমান দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন।
সিটি নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় নেতা-নেত্রীদের অংশগ্রহণের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারেক রহমান। মিজানুর রহমান মিনুকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনি রাজশাহী সিটির ১৭ বছর মেয়র ছিলেন। আপনি থাকতে কেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতারা ভোটে অংশগ্রহণ করছেন?’ তখন মিনু বলেন, ‘যাঁরা ভোটে আসছেন, তাঁরা বর্তমানে কোনো পদ-পদবিতে না থাকার অজুহাত দিচ্ছেন। কাউন্সিলর পদের ভোট দলীয় প্রতীকে না হওয়ায় তাঁরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিচ্ছেন।’
এ সময় তারেক রহমান দ্রুত বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড কমিটি করে দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি বিএনপি নেতাদের ভোটে অংশগ্রহণের ব্যাপারে নিরুৎসাহী করার ব্যাপারে নেতাদের কাজ করতে বলেন। তারপরও কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসব বিষয়ে দলের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হবে তা দ্রুত সময়ের মধ্যে আবার তাঁকে জানাতে বলেন।
এই সভার বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে চাননি বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘দলে শৃঙ্খলা ফিরিয়ে সামনে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তারেক রহমান। এটা আমাদের সাংগঠনিক মিটিং ছিল।’
সদস্যসচিব মামুনুর রশীদ বলেন, ‘বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তারেক রহমান কড়াভাবে বলেছেন, আমাদের দলের যারা নির্বাচনে যাবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিগগিরই আমরা আবার রাজশাহীতে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা। এ জন্য আন্দোলন করতে হবে। এ জন্য সুসংগঠিত দল প্রয়োজন। এসব বিষয়েই মিটিংয়ে আলোচনা হয়েছে।’ এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলে দাবি করেন শফিকুল হক মিলন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৭ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৯ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪০ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪২ মিনিট আগে