সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ‘কেন বরখাস্ত করা হবে না’ তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের হানিকর কার্যকলাপের জড়িত থাকা, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার/প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) খ ও ঘ-এর অপরাধে কেন তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে পত্রটি পাঠানো হয়েছে।
গত ২৯ জুলাই চিঠিটি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি এসেছে কি না তা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলতে পারবেন।’
এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আমরা হাতে পেয়েছি।’
বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল রাতে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের অ্যাকশন মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু মন্তব্যও করেন। এ ঘটনায় ২০ এপ্রিল বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলকুচি থানার ওসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পরে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে গত ২৭ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করে।
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ‘কেন বরখাস্ত করা হবে না’ তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের হানিকর কার্যকলাপের জড়িত থাকা, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার/প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) খ ও ঘ-এর অপরাধে কেন তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে পত্রটি পাঠানো হয়েছে।
গত ২৯ জুলাই চিঠিটি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি এসেছে কি না তা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলতে পারবেন।’
এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আমরা হাতে পেয়েছি।’
বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল রাতে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের অ্যাকশন মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু মন্তব্যও করেন। এ ঘটনায় ২০ এপ্রিল বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলকুচি থানার ওসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পরে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে গত ২৭ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে