তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২১ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে