বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।
রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে