বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে তাঁর ছেলের দুই বন্ধুর খুন করেছে। খুনের অভিযোগে দুজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আটক দুই যুবক হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মুন্না মিয়া (২২) ও পশ্চিম পাড়ার বাসিন্দা খালেদ হাসান (২২)। তারা নিহত ইউপি সদস্য নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। মাদকাসক্ত হওয়ায় আজিজুল বর্তমানে একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ বলেন, গতকাল রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে। নারগিছ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার উপশহরে মেয়ের বাসা থেকে রায়নগর মধ্যপাড়ার নিজ বাড়িতে যান। এরপর বিকেলে তার লাশ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খালেদকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা থেকে মুন্নাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুপুর ১২টার দিকে মুন্না বাড়ির ভেতরে ঢোকে এবং বাইরে পাহারায় থাকে খালেদ। মুন্না ভেতরে গিয়ে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে বেরিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ লাশটি বাড়িতেই পড়ে ছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহতের ছেলে আজিজুলের সঙ্গে আটক হওয়া দুজন মাদক সেবন করত। আজিজুলের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই জন এমনই তথ্য দিয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। আজ সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের পর নিহতের মেয়ে ডা. তানিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে তাঁর ছেলের দুই বন্ধুর খুন করেছে। খুনের অভিযোগে দুজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আটক দুই যুবক হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মুন্না মিয়া (২২) ও পশ্চিম পাড়ার বাসিন্দা খালেদ হাসান (২২)। তারা নিহত ইউপি সদস্য নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। মাদকাসক্ত হওয়ায় আজিজুল বর্তমানে একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ বলেন, গতকাল রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে। নারগিছ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার উপশহরে মেয়ের বাসা থেকে রায়নগর মধ্যপাড়ার নিজ বাড়িতে যান। এরপর বিকেলে তার লাশ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খালেদকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা থেকে মুন্নাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুপুর ১২টার দিকে মুন্না বাড়ির ভেতরে ঢোকে এবং বাইরে পাহারায় থাকে খালেদ। মুন্না ভেতরে গিয়ে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে বেরিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ লাশটি বাড়িতেই পড়ে ছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহতের ছেলে আজিজুলের সঙ্গে আটক হওয়া দুজন মাদক সেবন করত। আজিজুলের সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই জন এমনই তথ্য দিয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। আজ সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের পর নিহতের মেয়ে ডা. তানিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
২ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে