নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহাগ হোসেনকে ১০ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহা. হাসানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চানপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে। এ মামলায় সোহাগের নানা ইয়াসিন, মামা ইমরান ও মা রূপালিকে খালাস দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সময় সোহাগের বয়স ছিল ১৬ বছর। বর্তমানে তার বয়স ১৮ পার হয়েছে। শিশু আইনে তার বিচার হলেও বয়স বিবেচনায় তাকে শিশু সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিনজনকে খালাস দেওয়া হয়।’
আদালত সূত্র জানায়, বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম মোল্লাপাড়ার আব্দুল হান্নানের মেয়ে সাবিনা খাতুনের আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোহাগের। সোহাগ ট্রলির হেলপারের কাজ করত। ২০২১ সালের শুরু দিকে পরিবারের অমতে সাবিনাকে বিয়ে করে তিনি।
কিন্তু সোহাগের তুলনায় সাবিনার বয়স বেশি এবং আগেও বিয়ে হয়েছিল বলে পারিবারিক কলহ শুরু হয়। বিয়ের পর সোহাগ দুই লাখ টাকা যৌতুক দাবি করলে ৬০ হাজার টাকা দেয় সাবিনার মা। টাকা নেওয়ার পর সাবিনাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে তার মা রূপালি। একপর্যায়ে বিয়ের দেড় মাসের মাথায় ৩০ এপ্রিল রাতে নিজ ঘরেই শ্বাসরোধে সাবিনাকে হত্যা করে সোহাগ। এ ঘটনায় সোহাগসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা।
রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহাগ হোসেনকে ১০ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহা. হাসানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চানপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে। এ মামলায় সোহাগের নানা ইয়াসিন, মামা ইমরান ও মা রূপালিকে খালাস দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সময় সোহাগের বয়স ছিল ১৬ বছর। বর্তমানে তার বয়স ১৮ পার হয়েছে। শিশু আইনে তার বিচার হলেও বয়স বিবেচনায় তাকে শিশু সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিনজনকে খালাস দেওয়া হয়।’
আদালত সূত্র জানায়, বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম মোল্লাপাড়ার আব্দুল হান্নানের মেয়ে সাবিনা খাতুনের আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোহাগের। সোহাগ ট্রলির হেলপারের কাজ করত। ২০২১ সালের শুরু দিকে পরিবারের অমতে সাবিনাকে বিয়ে করে তিনি।
কিন্তু সোহাগের তুলনায় সাবিনার বয়স বেশি এবং আগেও বিয়ে হয়েছিল বলে পারিবারিক কলহ শুরু হয়। বিয়ের পর সোহাগ দুই লাখ টাকা যৌতুক দাবি করলে ৬০ হাজার টাকা দেয় সাবিনার মা। টাকা নেওয়ার পর সাবিনাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে তার মা রূপালি। একপর্যায়ে বিয়ের দেড় মাসের মাথায় ৩০ এপ্রিল রাতে নিজ ঘরেই শ্বাসরোধে সাবিনাকে হত্যা করে সোহাগ। এ ঘটনায় সোহাগসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৬ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৩ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৯ মিনিট আগে