সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও ছিনতাই করেন। গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তরিকুল ইসলাম মোবারক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল তাঁর গতি রোধ করে। ব্যাগ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তরিকুল বাধা দিলে ডাকাতের দল প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তরিকুলের বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করা হয়।
পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার চার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভেংড়ী গ্রামে অভিযান চালিয়ে আবু হাসেম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান গুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও ছিনতাই করেন। গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তরিকুল ইসলাম মোবারক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল তাঁর গতি রোধ করে। ব্যাগ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তরিকুল বাধা দিলে ডাকাতের দল প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তরিকুলের বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করা হয়।
পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার চার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভেংড়ী গ্রামে অভিযান চালিয়ে আবু হাসেম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান গুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে