বগুড়া প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিকে বগুড়া থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করলেও যাত্রী নেই বললেই চলে। মাইক দিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
আজ রোববার বগুড়ার চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ও ঠনঠনিয়া ঢাকা কোচ টার্মিনাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
প্রশাসন ও শ্রমিক নেতারা বলছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। একপর্যায়ে অরবোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রোববার বেলা ১১টায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে শাহ ফতেহ আলী ও হানিফ পরিবহনের দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তবে ৪০ আসনের বাস দুটিতে যাত্রী ছিল ২৫ জন। বাস দুটি ছেড়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
এ দিকে চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নওগাঁ রুটে যাত্রী সংকট থাকায় পরিবহন শ্রমিকেরা মাইক দিয়ে যাত্রী ডাকছেন।
পরিবহন শ্রমিকেরা জানান, প্রতিটি রুটেই যাত্রী সংকট। অপরদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসযাত্রী হচ্ছেন না।
বগুড়া বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চলাচল শুরু হলেও যাত্রী একেবারেই কম। বাস চলাচল শুরুর বিষয়টি লোকজন এখনো জানে না। এ কারণে যাত্রী কম। তবে জানাজানি হলে যাত্রী বাড়বে বলে আশা করি।’
বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিকে বগুড়া থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করলেও যাত্রী নেই বললেই চলে। মাইক দিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
আজ রোববার বগুড়ার চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ও ঠনঠনিয়া ঢাকা কোচ টার্মিনাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
প্রশাসন ও শ্রমিক নেতারা বলছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। একপর্যায়ে অরবোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রোববার বেলা ১১টায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে শাহ ফতেহ আলী ও হানিফ পরিবহনের দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তবে ৪০ আসনের বাস দুটিতে যাত্রী ছিল ২৫ জন। বাস দুটি ছেড়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
এ দিকে চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নওগাঁ রুটে যাত্রী সংকট থাকায় পরিবহন শ্রমিকেরা মাইক দিয়ে যাত্রী ডাকছেন।
পরিবহন শ্রমিকেরা জানান, প্রতিটি রুটেই যাত্রী সংকট। অপরদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসযাত্রী হচ্ছেন না।
বগুড়া বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চলাচল শুরু হলেও যাত্রী একেবারেই কম। বাস চলাচল শুরুর বিষয়টি লোকজন এখনো জানে না। এ কারণে যাত্রী কম। তবে জানাজানি হলে যাত্রী বাড়বে বলে আশা করি।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪০ মিনিট আগে