নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪ ঘণ্টা আগে