ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভেতরে ছোট একটি পার্ক রয়েছে। পার্কটির চারদিকে সবুজের সমারোহ। দুপুর গড়িয়ে বিকেল হলেই নানা বয়সী মানুষ এখানে সময় কাটাতে আসে। সবুজে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে স্থাপন করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি। লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘নির্ঝরিণী’।
মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের উদ্যোগে এ লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। গত মঙ্গলবার ঈদুল ফিতরের দিন থেকে লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে স্থাপিত এই লাইব্রেরি এরই মধ্যে বইপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। ছোট-বড় সব বয়সী পাঠক আসছে এই লাইব্রেরিতে। তারা নিজেদের পছন্দের বই পড়ছে। এলাকায় গণপাঠাগার থাকলেও পার্কের ভেতরে উন্মুক্ত লাইব্রেরি এটিই প্রথম।
উন্মুক্ত লাইব্রেরিতে রয়েছে চার তাকওয়ালা বুকশেলফ, দেশি-বিদেশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, সংস্কৃতি, শিশুতোষ ও ধর্মীয়সহ পাঁচ শতাধিক বই। অসাধারণ নির্মাণশৈলীর উন্মুক্ত এ লাইব্রেরি দেখে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা। লাইব্রেরি চত্বরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। রাতের বেলায় রয়েছে আলোর ব্যবস্থা। পাঠকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি। স্থানীয় বইপ্রেমী মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
এ বিষয়ে চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুজ্জামান সবুজ বলেন, ‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়তে মানুষকে আগ্রহী করে গড়ে তুলতে প্রয়োজন পাঠাগার বা লাইব্রেরি। উন্মুক্ত এই লাইব্রেরি স্থাপনের ফলে স্থানীয়দের অবাধ জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার বিকল্প নেই। মানুষের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ জাগাতেই আমার এই প্রয়াস। লাইব্রেরিতে দেশি-বিদেশি লেখকদের পাঁচ শতাধিক বই রয়েছে। পাঠকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি।’
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভেতরে ছোট একটি পার্ক রয়েছে। পার্কটির চারদিকে সবুজের সমারোহ। দুপুর গড়িয়ে বিকেল হলেই নানা বয়সী মানুষ এখানে সময় কাটাতে আসে। সবুজে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে স্থাপন করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি। লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘নির্ঝরিণী’।
মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের উদ্যোগে এ লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। গত মঙ্গলবার ঈদুল ফিতরের দিন থেকে লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে স্থাপিত এই লাইব্রেরি এরই মধ্যে বইপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। ছোট-বড় সব বয়সী পাঠক আসছে এই লাইব্রেরিতে। তারা নিজেদের পছন্দের বই পড়ছে। এলাকায় গণপাঠাগার থাকলেও পার্কের ভেতরে উন্মুক্ত লাইব্রেরি এটিই প্রথম।
উন্মুক্ত লাইব্রেরিতে রয়েছে চার তাকওয়ালা বুকশেলফ, দেশি-বিদেশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, সংস্কৃতি, শিশুতোষ ও ধর্মীয়সহ পাঁচ শতাধিক বই। অসাধারণ নির্মাণশৈলীর উন্মুক্ত এ লাইব্রেরি দেখে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা। লাইব্রেরি চত্বরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। রাতের বেলায় রয়েছে আলোর ব্যবস্থা। পাঠকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি। স্থানীয় বইপ্রেমী মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
এ বিষয়ে চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুজ্জামান সবুজ বলেন, ‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়তে মানুষকে আগ্রহী করে গড়ে তুলতে প্রয়োজন পাঠাগার বা লাইব্রেরি। উন্মুক্ত এই লাইব্রেরি স্থাপনের ফলে স্থানীয়দের অবাধ জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার বিকল্প নেই। মানুষের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ জাগাতেই আমার এই প্রয়াস। লাইব্রেরিতে দেশি-বিদেশি লেখকদের পাঁচ শতাধিক বই রয়েছে। পাঠকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি।’
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৯ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৭ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে