মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় পুকুরপাড় থেকে রমজান আলী মল্লিক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘রমজান মল্লিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহত রমজান আলী মান্দা উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত মেহের আলী মল্লিকের ছেলে। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ছেলে রায়হান মল্লিক বাদী হয়ে মান্দা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, পারিবারিক বিষয় নিয়ে রমজানের সঙ্গে বড় ছেলে মোয়াজ্জেম হোসেন মল্লিকের বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার বাবা-ছেলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ছেলে মোয়াজ্জেম মল্লিক আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আছির উদ্দিন জানান, মারধরের ঘটনায় বাবা ও ছেলে উভয়ে মান্দা থানায় পৃথক অভিযোগ করেন। এরপর গতকাল রোববার রাতে স্থানীয় একটি পুকুরের পাড় থেকে রমজানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রমজান মল্লিকের ছোট ছেলে রায়হান পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বাবার মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারছি না। এ বিষয়ে থানার অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
নওগাঁর মান্দায় পুকুরপাড় থেকে রমজান আলী মল্লিক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘রমজান মল্লিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহত রমজান আলী মান্দা উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত মেহের আলী মল্লিকের ছেলে। লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ছেলে রায়হান মল্লিক বাদী হয়ে মান্দা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, পারিবারিক বিষয় নিয়ে রমজানের সঙ্গে বড় ছেলে মোয়াজ্জেম হোসেন মল্লিকের বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার বাবা-ছেলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ছেলে মোয়াজ্জেম মল্লিক আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আছির উদ্দিন জানান, মারধরের ঘটনায় বাবা ও ছেলে উভয়ে মান্দা থানায় পৃথক অভিযোগ করেন। এরপর গতকাল রোববার রাতে স্থানীয় একটি পুকুরের পাড় থেকে রমজানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রমজান মল্লিকের ছোট ছেলে রায়হান পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বাবার মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারছি না। এ বিষয়ে থানার অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটে।
১৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত, যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম
২৪ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেপুলিশের নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই আদেশ দেন। এই মামলায় চার আসামি জামিনে, আর অপর একজন পলাতক আছেন।
৩৫ মিনিট আগে