মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরের হোজা নদী। এক সময় খরস্রোতের নদীটি এখন বর্জ্যের ভাগাড়ে রূপ নিয়েছে। সদর ও পৌর এলাকার বাজারের বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে দূষণ, ছড়িয়ে পড়ছে রোগ-বালাই।
সরেজমিনে দেখা গেছে, হোজা নদীর তীরে উপজেলার সদর ও পৌর বাজার অবস্থিত হওয়ায় সব বর্জ্য এখানেই ফেলা হয়। মাংসের উৎকৃষ্ট, সেলুন, হোটেলের ও কাঁচা বাজারের ময়লা সবকিছু নদীর তীরে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকা ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।
দেখা গেছে, হোজা নদীর সেতুর গোড়ায় বর্জ্যের স্তূপ জমে গেছে। পশ্চিম দিকে মেরিন ফ্লাওয়ার অটো মিলের পেছনে হোজী নদীর ওপর চলছে বাঁশ ব্যবসার বিশাল কার্যক্রম। এতে দূষিত হয়ে পড়েছে হোজা নদী।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, পৌরসভার ময়লা ফেলার ভাগাড় না থাকায় এসব ফেলছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা। শুধু তাই নয় বাজারে অবস্থিত আশপাশের বাড়িরও বর্জ্য নদী ও নদীর পাড়ে ফেলা হচ্ছে।
উপজেলা সদর হোজা নদীর সেতু সংলগ্ন গ্যারেজ ব্যবসায়ী কামরুজ্জামান আলেক বলেন, মরা ও পচা মুরগিসহ নানা বর্জ্য এ নদীতে ফেলা হয়। সব সময় এখানে তীব্র দুর্গন্ধ থাকে। লোকজন গ্যারেজে আসে নাকে কাপড় দিয়ে।
উপজেলা বণিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা বলেন, ‘উপজেলার প্রতি মাসিক মিটিং এ হোজা নদীর পরিবেশ দূষণের কথা বলি। কিন্তু আমার বলার পরেও কাজ হয় না। দ্রুত এর ব্যবস্থা নিতে পৌর মেয়রে হস্তক্ষেপ চাই।’
দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান বলেন, সদর বাজারের ময়লা ফেলার ডাস্টবিন তৈরির প্রক্রিয়া চলমান। জায়গা সংকট ডাস্টবিন তৈরি করা যাচ্ছে না। বিভিন্ন জায়গাও আমরা দেখেছি। কিন্তু জায়গা দিতে চাচ্ছে না কেউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি হোজা নদীর এক পাশে দেয়াল তুলে ডাস্টবিন তৈরি করা হবে।
রাজশাহীর দুর্গাপুরের হোজা নদী। এক সময় খরস্রোতের নদীটি এখন বর্জ্যের ভাগাড়ে রূপ নিয়েছে। সদর ও পৌর এলাকার বাজারের বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে দূষণ, ছড়িয়ে পড়ছে রোগ-বালাই।
সরেজমিনে দেখা গেছে, হোজা নদীর তীরে উপজেলার সদর ও পৌর বাজার অবস্থিত হওয়ায় সব বর্জ্য এখানেই ফেলা হয়। মাংসের উৎকৃষ্ট, সেলুন, হোটেলের ও কাঁচা বাজারের ময়লা সবকিছু নদীর তীরে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকা ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।
দেখা গেছে, হোজা নদীর সেতুর গোড়ায় বর্জ্যের স্তূপ জমে গেছে। পশ্চিম দিকে মেরিন ফ্লাওয়ার অটো মিলের পেছনে হোজী নদীর ওপর চলছে বাঁশ ব্যবসার বিশাল কার্যক্রম। এতে দূষিত হয়ে পড়েছে হোজা নদী।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, পৌরসভার ময়লা ফেলার ভাগাড় না থাকায় এসব ফেলছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা। শুধু তাই নয় বাজারে অবস্থিত আশপাশের বাড়িরও বর্জ্য নদী ও নদীর পাড়ে ফেলা হচ্ছে।
উপজেলা সদর হোজা নদীর সেতু সংলগ্ন গ্যারেজ ব্যবসায়ী কামরুজ্জামান আলেক বলেন, মরা ও পচা মুরগিসহ নানা বর্জ্য এ নদীতে ফেলা হয়। সব সময় এখানে তীব্র দুর্গন্ধ থাকে। লোকজন গ্যারেজে আসে নাকে কাপড় দিয়ে।
উপজেলা বণিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা বলেন, ‘উপজেলার প্রতি মাসিক মিটিং এ হোজা নদীর পরিবেশ দূষণের কথা বলি। কিন্তু আমার বলার পরেও কাজ হয় না। দ্রুত এর ব্যবস্থা নিতে পৌর মেয়রে হস্তক্ষেপ চাই।’
দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান বলেন, সদর বাজারের ময়লা ফেলার ডাস্টবিন তৈরির প্রক্রিয়া চলমান। জায়গা সংকট ডাস্টবিন তৈরি করা যাচ্ছে না। বিভিন্ন জায়গাও আমরা দেখেছি। কিন্তু জায়গা দিতে চাচ্ছে না কেউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি হোজা নদীর এক পাশে দেয়াল তুলে ডাস্টবিন তৈরি করা হবে।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২২ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে