সাবেক এমপি ও বিএনপি নেতা খুররম খান চৌধুরীর মৃত্যু

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০২: ১৫
আপডেট : ১৮ জুলাই ২০২১, ০২: ১৮

হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী (৭৬)। শনিবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুররম খান চৌধুরীর ভাতিজা বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী। 

জানা যায়, গত ৮ জুলাই হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নিজ বাড়ি মোয়াজ্জেমপুর থেকে তাঁকে ঢাকা নেওয়া হয়। খুররম খান চৌধুরী অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম মোয়াজ্জেমপুর ও সংসদীয় আসন নান্দাইল ও ঈশ্বরগঞ্জর শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহত্তর ময়মনসিংহের প্রবীণ শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ খুররম খান চৌধুরী নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নান্দাইল উপজেলার বিএনপির সভাপতি।

খুররম খানের মৃত্যুতে বিএনপি মহাসচিব শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

খুররম খান চৌধুরীর ছেলে নান্দাইল উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে, মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাঁর জানাজা আগামী সোমবার (১৯ জুলাই) বাদ আছর তাঁর নিজ বাড়ির মোয়াজ্জেমপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত