শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বনভোজন থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ট্রলিচালক মো. জুয়েল মিয়াকে একমাত্র আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়। দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে এই মামলা করেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ট্রলিচালক জুয়েল।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্বখড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)। হতাহত সবাই এসএসসি পরীক্ষার্থী ছিল।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক জুয়েল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া ট্রলিটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন শেষে উপজেলা বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ট্রলিযোগে বাড়ির দিকে রওনা দেয়। পথে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায় ট্রলিটি। এতে ট্রলিতে থাকা দুজন নিহত ও ১০ জন আহত হন।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বনভোজন থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ট্রলিচালক মো. জুয়েল মিয়াকে একমাত্র আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়। দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে এই মামলা করেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ট্রলিচালক জুয়েল।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্বখড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)। হতাহত সবাই এসএসসি পরীক্ষার্থী ছিল।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক জুয়েল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া ট্রলিটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন শেষে উপজেলা বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ট্রলিযোগে বাড়ির দিকে রওনা দেয়। পথে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায় ট্রলিটি। এতে ট্রলিতে থাকা দুজন নিহত ও ১০ জন আহত হন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৭ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৯ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩০ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩২ মিনিট আগে