ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।
অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন।
ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়।
অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়।
এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন।
ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১২ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩৯ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে