নেত্রকোনায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৭: ০৯

নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন (৬৫)। লেপসিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রেপ্তার ছেলের নাম জুয়েল (২৮)। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় সময় টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গতকাল রোববার বিকেলে ফের টাকার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। জমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। 

খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত