ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার মোহাম্মদ হাবিবুল্লাহ নামের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে লাখ টাকা ঘুষ গ্রহণসহ রিমান্ডে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে ইউনিয়নের মিতালী উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে সরকারি বরাদ্দের ১২টি ল্যাপটপ চুরি হয়। এ নিয়ে ১৭ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা করার পেছনে বিশেষ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি বকুল ইসলাম মেম্বার। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ।
গত ২২ এপ্রিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এবং পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তীসহ এসআই হাবিবুল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় বকুল মেম্বারকে হাবিবুল্লাহ বলেন, চোর শনাক্ত করতে ছয় হাজার টাকা ব্যয় হয়েছে। আগামীকাল থেকে চোর গ্রেপ্তারসহ ল্যাপটপগুলো উদ্ধারে অভিযান চালানো হবে। এ জন্য টাকা প্রয়োজন। এ সময় এসআই হাবিবুল্লাহকে ১০ হাজার টাকা দেন বকুল মেম্বার।
দুই দিন পর চোর গ্রেপ্তার না করে উল্টো মামলার বাদী প্রধান শিক্ষক নিজেই চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন এসআই হাবিবুল্লাহ। সে কারণে প্রধান শিক্ষককে গ্রেপ্তারের হুমকি দিয়ে বকুল মেম্বারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে প্রধান শিক্ষককে মামলায় ফাঁসানোরও হুমকি দেন। বাধ্য হয়ে এসআই হাবিবুল্লাহকে ৪০ হাজার টাকা দেন বকুল মেম্বার।
এ ছাড়া চোরকে গ্রেপ্তার করতে খরচ বাবদ এসআই হাবিবুল্লাহ তাঁর বিকাশ অ্যাকাউন্টে দুই দফায় বকুল মেম্বারের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন। সব মিলিয়ে নেন ১ লাখ ১০ হাজার টাকা। গত ২ মে সকালে মামলার সাক্ষী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. লিটন মিয়াকে থানায় ডেকে নিয়ে ল্যাপটপগুলো মামলার বাদী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও বকুল মেম্বার চুরি করেছেন, এই স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করেন এসআই হাবিবুল্লাহ। পরদিন সাত দিনের রিমান্ড চেয়ে লিটনকে আদালতে সোপর্দ করা হয়।
১৩ মে লিটন মিয়াকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে লিটনের চোখ-হাত বেঁধে ব্যাপক মারধর করা হয়। পুলিশি নির্যাতনের ভয় দেখিয়ে বকুল মেম্বারের কাছ থেকে এসআই হাবিবুল্লাহ আরও ৪০ হাজার টাকা নেন। এ অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন চেয়ে আদালতে আবেদন করা হয়। তা ছাড়া মামলাটি পিবিআইতে হস্তান্তর করতে এসপি বরাবর আবেদন করা হয়।
ভুক্তভোগী লিটন মিয়া বলেন, ‘আমার কোনো দোষ ছিল না। কিন্তু রিমান্ডে নিয়ে এসআই হাবিবুল্লাহ আমাকে ব্যাপক নির্যাতন করেছেন।’
মামলার বাদী ও মিতালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘মামলা করে উল্টো আমরা থানা-পুলিশের হয়রানির শিকার হয়েছি। দফায় দফায় ঘুষ দিয়েও পুলিশের হয়রানি থেকে মুক্তি মেলেনি।’
অভিযোগকারী ও ইউপি সদস্য বকুল ইসলাম বলেন, ‘ঘুষ নিয়েও উল্টো আমাদের নির্যাতন করেছে এসআই হাবিবুল্লাহ। সে কারণেই আইনি প্রতিকার পেতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। কেন এই অভিযোগ তোলা হয়েছে, তা–ও জানি না।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘অভিযোগকারীর সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে তেমন কিছু বলেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার মোহাম্মদ হাবিবুল্লাহ নামের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে লাখ টাকা ঘুষ গ্রহণসহ রিমান্ডে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে ইউনিয়নের মিতালী উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে সরকারি বরাদ্দের ১২টি ল্যাপটপ চুরি হয়। এ নিয়ে ১৭ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা করার পেছনে বিশেষ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি বকুল ইসলাম মেম্বার। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ।
গত ২২ এপ্রিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এবং পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তীসহ এসআই হাবিবুল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় বকুল মেম্বারকে হাবিবুল্লাহ বলেন, চোর শনাক্ত করতে ছয় হাজার টাকা ব্যয় হয়েছে। আগামীকাল থেকে চোর গ্রেপ্তারসহ ল্যাপটপগুলো উদ্ধারে অভিযান চালানো হবে। এ জন্য টাকা প্রয়োজন। এ সময় এসআই হাবিবুল্লাহকে ১০ হাজার টাকা দেন বকুল মেম্বার।
দুই দিন পর চোর গ্রেপ্তার না করে উল্টো মামলার বাদী প্রধান শিক্ষক নিজেই চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন এসআই হাবিবুল্লাহ। সে কারণে প্রধান শিক্ষককে গ্রেপ্তারের হুমকি দিয়ে বকুল মেম্বারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে প্রধান শিক্ষককে মামলায় ফাঁসানোরও হুমকি দেন। বাধ্য হয়ে এসআই হাবিবুল্লাহকে ৪০ হাজার টাকা দেন বকুল মেম্বার।
এ ছাড়া চোরকে গ্রেপ্তার করতে খরচ বাবদ এসআই হাবিবুল্লাহ তাঁর বিকাশ অ্যাকাউন্টে দুই দফায় বকুল মেম্বারের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন। সব মিলিয়ে নেন ১ লাখ ১০ হাজার টাকা। গত ২ মে সকালে মামলার সাক্ষী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. লিটন মিয়াকে থানায় ডেকে নিয়ে ল্যাপটপগুলো মামলার বাদী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও বকুল মেম্বার চুরি করেছেন, এই স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করেন এসআই হাবিবুল্লাহ। পরদিন সাত দিনের রিমান্ড চেয়ে লিটনকে আদালতে সোপর্দ করা হয়।
১৩ মে লিটন মিয়াকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে লিটনের চোখ-হাত বেঁধে ব্যাপক মারধর করা হয়। পুলিশি নির্যাতনের ভয় দেখিয়ে বকুল মেম্বারের কাছ থেকে এসআই হাবিবুল্লাহ আরও ৪০ হাজার টাকা নেন। এ অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন চেয়ে আদালতে আবেদন করা হয়। তা ছাড়া মামলাটি পিবিআইতে হস্তান্তর করতে এসপি বরাবর আবেদন করা হয়।
ভুক্তভোগী লিটন মিয়া বলেন, ‘আমার কোনো দোষ ছিল না। কিন্তু রিমান্ডে নিয়ে এসআই হাবিবুল্লাহ আমাকে ব্যাপক নির্যাতন করেছেন।’
মামলার বাদী ও মিতালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘মামলা করে উল্টো আমরা থানা-পুলিশের হয়রানির শিকার হয়েছি। দফায় দফায় ঘুষ দিয়েও পুলিশের হয়রানি থেকে মুক্তি মেলেনি।’
অভিযোগকারী ও ইউপি সদস্য বকুল ইসলাম বলেন, ‘ঘুষ নিয়েও উল্টো আমাদের নির্যাতন করেছে এসআই হাবিবুল্লাহ। সে কারণেই আইনি প্রতিকার পেতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। কেন এই অভিযোগ তোলা হয়েছে, তা–ও জানি না।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘অভিযোগকারীর সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে তেমন কিছু বলেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
২ ঘণ্টা আগে